ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সেরাটা দিতে চান তাসকিন, রুবেল, সোহান

প্রকাশিত: ০৪:৩৭, ৫ মার্চ ২০১৮

 সেরাটা দিতে চান তাসকিন, রুবেল, সোহান

স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কার নিদাহাস ট্রফিতে পেসারদের পরীক্ষা হবে। শ্রীলঙ্কার উইকেট পেসারদের জন্য সহায়ক হয়। আর তাতে করে দুই পেসার তাসকিন আহমেদ ও রুবেল হোসেন ভাল করার স্বপ্ন দেখতেই পারেন। ব্যাটসম্যানরাও একটু থিতু হয়ে গেলে, বড় ইনিংস খেলতে পারেন। তাতে করে একাদশে সুযোগ হলে নুরুল হাসান সোহানও নিজেকে মেলে ধরতে পারেন। এ তিন ক্রিকেটারই (তাসকিন, রুবেল ও সোহান) সেরাটা দিতে প্রস্তুত। রবিবার শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে এমনটিই জানিয়েছেন। তাসকিন বলেছেন, ‘শেষ যে কয়দিন অনুশীলন করেছি সেখানে আমাদের দুর্বল এবং সবল দুইদিক নিয়েই কাজ করেছি। আসলে নিয়ন্ত্রণ করতে পারব আমার কঠিন পরিশ্রমটা। যেটা আমি করেছি গত কয়েকদিন। আল্লাহর রহমতে বেশিদিন বাইরে থাকতে হয়নি। এক সিরিজ পরেই দলে ফিরতে পেরেছি। ১২০ ভাগ দিব। নিজের সেরাটা দিব এবং ম্যাচ জেতানোর চেষ্টা করব।’ সঙ্গে দল নিয়ে বলেন, ‘ইনশাল্লাহ ভাল কিছুই হবে। মূল জিনিসটা হলো এক্সিকিউশন আমি মনে করি টি২০তে একুরেসি, প্লান অনুযায়ী এক্সিকিউট করতে পারলে আমরা বেশি সাকসেসফুল হতে পারব। আর সেটা নিয়ে শেষ কিছুদিন অনেক কাজ করেছি। আমার বিশ্বাস এবার ভাল কিছু হবে।’ ফাইনালে খেলার আশা করছেন তাসকিন, ‘কঠিন চ্যালেঞ্জের মুখেই খেলতে হবে। যে সিরিজ চলে গিয়েছে, ওই সিরিজের ভুলগুলো নিয়ে আমরা কাজ করেছি। আমার বিশ্বাস আমাদের মধ্যে সেই সামর্থ্য আছে ভাল করার এবং ঘুরে দাঁড়ানোর। ইনশাল্লাহ আমরা গিয়ে যদি একটা ভাল স্টার্ট দেই দেখবেন সবকিছু ঘুরে যাবে এবং ফাইনাল খেলার আশা আমার মধ্যে আছে এবং আমাদের সবার মধ্যেই আছে।’ সঙ্গে যোগ করেন, ‘শ্রীলঙ্কায় এর আগেও একটা সিরিজ খেলেছি, খুবই ট্রু উইকেট হয়, ব্যাটিং বোলিং দুইটার জন্যই ভাল। যদিও ভারত এবং শ্রীলঙ্কা দুইটাই কঠিন চ্যালেঞ্জ, এর মধ্যেই আমাদের সেরাটা আমরা দিব। আমার বিশ্বাস বোলিং ডিপার্টমেন্ট শেষ সিরিজ থেকে এবার আরও ভাল করবে। ব্যাটিং ডিপার্টমেন্টও করবে ইনশাল্লাহ।’ রুবেল হোসেন জানান, ‘এই সিরিজটা আমাদের জন্য চ্যালেঞ্জিং। লাস্ট এখানে (দেশের মাটিতে) আমরা কয়েকটি ম্যাচ খেলেছি। অনুশীলনও ওই অনুযায়ী করেছি। তো আশাকরি ভাল কিছুই করব। পেসারদের জন্যও চ্যালেঞ্জিং। টি২০ শর্ট ভার্সনের খেলা এবং আপনারা জানেন এই ফরমেটটি হাইপ্রেসারেরও। আমার কাছে মনে হয় শ্রীলঙ্কার উইকেট খুব সুন্দরই হবে। তাই বোলারদের জন্যও চ্যালেঞ্জিং হবে। আমাদের সিন্সিয়ারলি বোলিং করতে হবে।’ উইকেটরক্ষক-ব্যাটসম্যান সোহান আশাবাদী ভাল কিছু করার, ‘এখন যে জিনিসটা বেশি ইম্পরট্যান্ট সেটা হলো আমাদের ভাল খেলা। লক্ষ্য থাকবে যেন টিম হিসেবে আমরা ভাল করতে পারি এবং ফাইনাল খেলতে পারি। আপনারা যদি দেখেন লাস্ট কয়েকটা বছর ধরে ভাল খেলছি। হয়তো বা লাস্ট সিরিজটা আমাদের খারাপ গেছে, তাই সবার মধ্যে সেই চ্যালেঞ্জটা আছে যেন আমরা ঘুরে দাঁড়িয়ে ভাল খেলতে পারি। আমার মনে হয় টিম হিসেবে ভাল কিছু করার লক্ষ্য থাকবে।’ ব্যক্তিগত লক্ষ্যের কথা জানাতে গিয়ে সোহান বলেন, ‘মেইন লক্ষ্য থাকবে দল যেটা চাইবে সেটা যেন করতে পারি।’
×