ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডারবান টেস্টে চালকের আসনে অস্ট্রেলিয়া

প্রকাশিত: ০৫:৫৩, ৪ মার্চ ২০১৮

ডারবান টেস্টে চালকের আসনে অস্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ আড়াইদিনেই ডারবান টেস্টে চালকের আসনে সফরকারী অস্ট্রেলিয়া। অলআউট হওয়ার আগে প্রথম ইনিংসে ৩৫১ রান করেছিল স্টিভেন স্মিথের দল। এরপর দুর্দান্ত বোলিংয়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১৬২ রানে গুঁড়িয়ে দেয় তারা। শনিবার তৃতীয়দিন চা-বিরতির সময় দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২০৩। তাতেই ৩৯২ রানের লিড হয়ে গেছে। সুতরাং ব্যতিক্রম কিছু না ঘটলে প্রোটিয়াদের পক্ষে হার এড়ানো কঠিন। উল্লেখ্য, নব্বইয়ের দশকে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের পর ঘরের মাটিতে কখনই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা। ক’দিন আগে ‘নাম্বার ওয়ান’ ভারতের বিপক্ষে ২-১এ সিরিজ জয়ের আত্মবিশ্বাস সঙ্গী করে ইতিহাস বদলে দিতে চাইছেন ফ্যাফ ডুপ্লেসিস। চার টেস্টে দীর্ঘ সিরিজের ফল কি হবে সময়ই সেটি বলে দেবে। তবে প্রথম টেস্টেই কিন্তু কঠিন চাপে প্রোটিয়ারা। প্রথম ইনিংসে অসিদের সাড়ে ৩শ’র জবাবে কিংসমিডে শুরুটা দেখে শুনেই করেছিল দক্ষিণ আফ্রিকা। ২৭ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন ডিন এলগার ও এইডেন মার্করাম। স্কোর সেই ২৭ থাকতেই একই ওভারে এলগার (৭) ও হাশিম আমলাকে (০) ফিরিয়ে দেন স্পিনার নাথান লেয়ন। দলীয় ৫৫ রানে ফিরে যান মার্করামও (৩২)। চতুর্থ উইকেটে এবি ডি ভিলিয়ার্স ও অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস প্রতিরোধ গড়েছিলেন। ডু প্লেসিসকে (১৫) ফিরিয়ে ৩৭ রানের এ জুটি ভেঙ্গেই স্টার্কের তোপ শুরু। এই পেসার একটু পর ফিরিয়ে দেন টেম্বা বাভুমাকেও (৬)। দু’জনই ক্যাচ দিয়েছেন উইকেটকিপার টিম পেইনকে। ১০৮ রানে ৫ উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেটে কুইন্টন ডি কককে নিয়ে ৪২ রানের জুটি গড়েছিলেন ডি ভিলিয়ার্স। ডি কককে (২) বোল্ড করে এ জুটি ভাঙ্গেন লেয়ন। এরপর একপ্রান্তে দাঁড়িয়ে থেকে শুধু ভারনন ফিল্যান্ডার, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও মরনে মরকেলের আসা-যাওয়া দেখেন ডি ভিলিয়ার্স। ৫ উইকেটে ১৫০ থেকেই ১৬২ রানেই শেষ দক্ষিণ আফ্রিকার ইনিংস। ‘ওয়ান ম্যান আর্মি’ হয়ে ৭১ রানে অপরাজিত ছিলেন ডি ভিলিয়ার্স। স্টার্কের (৫/৩৪) পাঁচটি ছাড়া লেয়ন ৫০ রানে নিয়েছেন ৩ উইকেট। প্যাট ক্যামিন্স ও জশ হ্যাজলউড পেয়েছেন একটি করে উইকেট। এর আগে প্রথমদিনের ৫ উইকেটে ২২৫ রান নিয়ে দ্বিতীয়দিন শুরু করেছিল অস্ট্রেলিয়া। বাকি ৫ উইকেট হারিয়ে আরও ১২৬ রান যোগ করে ৩৫১ রানে অলআউট হয় সফরকারীরা। অস্ট্রেলিয়ার সাড়ে তিনশ’ ছাড়ানো সংগ্রহে বড় অবদান মিচেল মার্শের। যদিও মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন এই অলরাউন্ডার। ১৭৩ বলে ১৩ চার ও এক ছক্কায় ৯৬ রানের দুর্দান্ত ইনিংসটি তিনি সাজিয়েছেন। আর প্রথমদিনে ফিফটি করেছিলেন সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার (৫১) ও অধিনায়ক স্টিভেন স্মিথ (৫৬)।
×