ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চিকিৎসকসহ বরখাস্ত চার

কেনিয়ায় ভুল রোগীর মস্তিষ্কে অস্ত্রোপচার

প্রকাশিত: ০৪:০৪, ৪ মার্চ ২০১৮

কেনিয়ায় ভুল রোগীর মস্তিষ্কে অস্ত্রোপচার

মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে আছে এমন এক রোগীর অপারেশন হওয়ার কথা, চিকিৎসকরা ভুল করে শুরু করলেন অন্যজনের। ফোলার চিকিৎসায় হাসপাতালে ভর্তি হওয়া ওই রোগীর কাটা-ছেঁড়ার নিচে যাওয়ারই প্রয়োজনই ছিল না। গত সপ্তাহে নাইরোবির কেনিয়াত্তা ন্যাশনাল হাসপাতালে চিকিৎসকরা ‘ভুল রোগীর মস্তিষ্কে অপারেশনের এ ঘটনার জন্ম দেন, যা নিয়ে কেনিয়াজুড়ে চলছে তীব্র সমালোচনা। ঘটনার পর নার্স থেকে শুরু করে নিউরোসার্জন পর্যন্ত হাসপাতালটির কয়েক কর্মীকে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, রোগীদের পরিচিতিমূলক ট্যাগে ওলটপালট হওয়ায় একজনের বদলে অন্যজনকে সার্জারি কক্ষে নিয়ে যাওয়া হয়। এরপরই শুরু হয় অপারেশন, যার ‘কয়েক ঘণ্টা’ পর চিকিৎসকরা নিজেদের ভুল বুঝতে পারেন। তুঘলকি এ ঘটনার তদন্ত শুরুর কথা জানিয়েছে কর্তৃপক্ষ। নিয়ন্ত্রক সংস্থাগুলো ঘটনাটির প্রতিবেদন চেয়েছে এবং এ নিয়ে শুনানি আয়োজনের পরিকল্পনা করছে। চিকিৎসকদের এমন ভুলের তুমুল সমালোচনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকেই ঘটনায় স্তম্ভিত হওয়ার কথা জানিয়েছেন। সন্তান জন্ম দেয়া নতুন মায়েরা যৌন হয়রানির শিকার হচ্ছেন, কেনিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালটির বিরুদ্ধে এ অভিযোগের তদন্ত করার ঘোষণা দেয়ার মাত্র দেড় মাসের মাথায় ভুল রোগীর মস্তিষ্কে অপারেশনের এ ঘটনা ঘটল। হাসপাতালটির প্রধান নির্বাহী লিলি কোরোস এ ঘটনায় দুঃখ প্রকাশ করে অপারেশন হওয়া রোগীর সুস্থতার জন্য সম্ভাব্য সব কিছু করার নিশ্চয়তা দিয়েছেন। ‘জনসাধারণকে আমরা আনন্দের সঙ্গে জানাতে চাই, রোগীটি সুস্থ হয়ে উঠছেন, এবং ভাল করছেন,’ বিবৃতিতে বলেন তিনি।
×