ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঢাকা ঘুরে গেলেন লিভারপুল কিংবদন্তি জন বার্নস

প্রকাশিত: ০৫:৩৭, ৩ মার্চ ২০১৮

ঢাকা ঘুরে গেলেন লিভারপুল কিংবদন্তি জন বার্নস

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের একটি বেসরকারী ব্যাংকের আমন্ত্রণে ঢাকা ঘুরে গেলেন জনপ্রিয় ইংলিশ ফুটবল ক্লাব লিভারপুলের সাবেক কিংবদন্তি ফুটবলার জন বার্নস। একদিনের সফরে গত বুধবার ঢাকা এসেছিলেন ক্লাবটির সাবেক এই উইঙ্গার। ৮০ এবং ৯০’র দশকে ক্যারিয়ারের স্বর্ণযুগ কাটানো বার্নস ঢাকা আসলে ওইদিন সকালেই তিনি ব্যাংকের গ্রাহকদের সন্তানদের এবং ব্যাংকের গোল প্রজেক্টের কিশোরীদের নিয়ে একটি ফুটবল ক্যাম্প পরিচালনা করেন। এ সময় অংশগ্রহণকারীরা কিংবদন্তি জন বার্নসের কাছ থেকে ফুটবল খেলার বিভিন্ন কৌশল সম্পর্কে জানার সুযোগ পায়। এছাড়াও একইদিন সন্ধ্যায় ব্যাংকের নির্দিষ্ট কিছু গ্রাহকের সঙ্গে এক বিশেষ অনুষ্ঠানে অংশ নেন জন। এ সময় তাদের সঙ্গে সাক্ষাতকার পর্বে অংশ নেয়ার পাশাপাশি শুভেচ্ছা বিনিময় করেন তিনি। অনুষ্ঠানে জন তার খেলোয়াড়ী জীবনের কিছু স্মরণীয় ঘটনার কথা তুলে ধরেন। জন বার্নস তার সময়ের আক্রমণাত্মক লিভারপুল দলের একজন অন্যতম সদস্য ছিলেন। ১৯৮৭ থেকে ১৯৯৭Ñ এই সময়ে ক্লাবের হয়ে তিনি ৯টি শিরোপা জেতেন এবং দুবার ইংল্যান্ডে ‘ফুটবলার অব দ্য ইয়ার’-এর খেতাব অর্জন করেন। বিধ্বংসী বাঁ পায়ের অধিকারী একজন দক্ষ, গতিময় এবং স্টাইলিশ খেলোয়াড় বার্নস ইংল্যান্ডের জাতীয় দলের হয়েও ৭৯ বার মাঠে নামেন। বাংলাদেশে এটিই তার প্রথম সফর।
×