ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ইরানের বিরুদ্ধে একতরফা ব্যবস্থা নেয়ার হুমকি যুক্তরাষ্ট্রের

প্রকাশিত: ০৩:৪১, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

ইরানের বিরুদ্ধে একতরফা ব্যবস্থা নেয়ার হুমকি যুক্তরাষ্ট্রের

ইরানের নিন্দা জানিয়ে নিরাপত্তা পরিষদে তোলা এক প্রস্তাবে রাশিয়া ভেটো দেয়ার পর ইরানের বিরুদ্ধে একতরফা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হাতে অস্ত্র পৌঁছানো বন্ধে তেহরানের ব্যর্থতার নিন্দা জানাতে সোমবার প্রস্তাবটি তোলা হয়েছিল, কিন্তু রাশিয়ার বিরোধিতায় তা ব্যর্থ হয়। এরপরই যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি ইরানের বিরুদ্ধে একতরফা ব্যবস্থা নেয়ার হুমকি দেন। ইয়াহু নিউজ। ‘রাশিয়া যদি ধারাবাহিকভাবে ইরানকে আড়াল করতে থাকে তাহলে যুক্তরাষ্ট্র ও মিত্রদেরই (এ বিষয়ে) ব্যবস্থা নিতে হবে। যদি পরিষদ থেকে না পারি, তাহলে আমাদেরই ব্যবস্থা নিতে হবে,’ বলেন তিনি। তবে ইরানের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেয়া হবে তা খোলাসা করেননি এ মার্কিন রাষ্ট্রদূত। রাশিয়ার এ ভেটোকে যুক্তরাষ্ট্রের পরাজয় হিসেবেই দেখছেন পর্যবেক্ষকরা।
×