ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাড্ডায় অটোরিক্সা চালক খুন, খিলগাঁওয়ে দগ্ধ দুই

প্রকাশিত: ০৫:৪৬, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

বাড্ডায় অটোরিক্সা চালক খুন, খিলগাঁওয়ে দগ্ধ দুই

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বাড্ডায় বড়টেক এলাকায় খোকন ফকির (৫০) নামে এক অটোরিক্সা চালককে খুন এবং খিলগাঁওয়ে রিক্সা গ্যারেজে অগ্নিকা-ে দুই জনের দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার সকাল আটটার দিকে তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায় পুলিশ। তবে খোকনকে কখন হত্যা করা হয়েছে তা নিশ্চিত নয়। বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র জানান, নিহতের বাড়ি জামালপুরে। পিতার নাম মোঃ হযরত আলী ফকির। স্ত্রী নূরজাহান বেগম ও দুই মেয়ে এক ছেলেকে নিয়ে ১৩ বছর যাবত তিনি বাড্ডা কৃষি ব্যাংক রোডের ১৮১০ নম্বর বাসায় থাকতেন। নিহতের অটোরিক্সাটির সন্ধান মেলেনি। তাকে হত্যা করে অটোরিক্সাটি হত্যাকারীরা নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। চতুর হত্যাকারীরা খোকনের মোবাইল ফোন ফেলে গেছে। রবিবার রাত আড়াইটার দিকে রাজধানীর খিলগাঁওয়ের একটি রিক্সা গ্যারেজে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে মজিবুর রহমান (৪০) ও সিদ্দিক মিয়া (৪০) নামে দুই রিক্সামিস্ত্রি দগ্ধ হয়েছেন। সোমবার ভোরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। মজিবুর রহমান হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার দুপুরের পর সিদ্দিক মিয়াকে হাসপাতাল থেকে ছেড়ে দেন চিকিৎসকরা। দগ্ধরা পুরোপুরি আশঙ্কামুক্ত। দগ্ধরা খিলগাঁও তালতলা কাশেম মিয়ার রিক্সা গ্যারেজের মিস্ত্রি।
×