ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সামরিকবাহিনীতে সৌদি নারী

প্রকাশিত: ০৩:৫২, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

সামরিকবাহিনীতে সৌদি নারী

সৌদি আরবের নারীদের জন্য সামরিক বাহিনীতে চাকরির সুযোগ দেয়া হয়েছে। দেশটির সরকার ঘোষণা করেছে, এখন থেকে দেশের নারীরা সামরিক বাহিনীতে চাকরি করার সুযোগ পাবেন। এক্সপ্রেস ট্রিবিউন। সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান যে ‘ভিশন ২০৩০’ ঘোষণা করেছেন তার আওতায় এ পদক্ষেপ নেয়া হচ্ছে। অবশ্য, সৌদি আরবের সব এলাকার নারীরা এ সুবিধা পাবেন না। প্রাথমিকভাবে রিয়াদ, পবিত্র মক্কা, আল-কুসাইম ও পবিত্র মদীনা এলাকার নারীরা সামরিক বাহিনীতে চাকরির সুবিধা পাবেন। সৌদি আরবের সাধারণ নিরাপত্তা বিভাগ এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানিয়েছে এবং খবরটি আরব গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। এতদিন সৌদি নারীরা এসব চাকরি করতে পারতেন না। এমনকি গাড়ি চালানোর অনুমতি পর্যন্ত ছিল না। সেক্ষেত্রে যুবরাজ সালমানের এসব পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা পাচ্ছে, তবে তার এই ভিশন ২০৩০ কর্মসূচীর আওতায় এমন কিছু পদক্ষেপ নেয়ার কথা প্রকাশ পেয়েছে যা নিয়ে সমালোচনাও চলছে। কাবুলে ন্যাটো সদর দফতরের কাছে বোমায় নিহত ১ আফগানিস্তানের রাজধানী কাবুলে ন্যাটো বাহিনীর সদর দফতরের কাছে আত্মঘাতী বোমা হামলায় অন্তত একজন নিহত ও ছয়জন আহত হয়েছে। এলাকাটি কাবুলের কূটনৈতিক জোন হিসেবে পরিচিত এবং হামলাস্থলের কাছেই মার্কিন দূতাবাস অবস্থিত। ইয়াহু নিউজ। শনিবার সকালের দিকে কাবুলের শাশ দারাক এলাকায় এক ব্যক্তি এ হামলা চালায় বলে নিশ্চিত করেছেন আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ। তিনি জানান, হামলায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা নেই। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। আত্মঘাতী এ হামলার কথা কেউ স্বীকার করেনি, তবে তালেবান ও আইএস সন্ত্রাসীরা আফগানিস্তানে তৎপর রয়েছে। এ ধরনের হামলা সাধারণত তারাই করে থাকে। ২০০১ সালে তালেবান উৎখাতের নামে মার্কিন বাহিনী আফগানিস্তানে আগ্রাসন চালায়, কিন্তু ১৭ বছর পরও তারা লক্ষ্য অর্জন করতে পারে নি। বিবিসি গত মাসে এক জরিপে বলেছে যে, আফগানিস্তানের প্রায় ৭০ ভাগ এলাকায় তালেবানের তৎপরতা রয়েছে। অনেক আন্তর্জাতিক বিশ্লেষক বলছেন, যুক্তরাষ্ট্র প্রকৃতপক্ষে তালেবানকে উৎখাতের জন্য আফগানিস্তানে আগ্রাসন চালায় নি বরং ইরান, রাশিয়া ও চীনকে লক্ষ্য করে তারা আফগানিস্তানে সামরিক উপস্থিতি নিশ্চিত করেছে।
×