ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সোমালিয়ায় জোড়া গাড়িবোমা হামলায় নিহত ৩৮

প্রকাশিত: ০৩:৫১, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

সোমালিয়ায় জোড়া গাড়িবোমা হামলায় নিহত ৩৮

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে জঙ্গী গোষ্ঠী আল শাবাবের জোড়া গাড়িবোমা হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়েছে। শুক্রবারের এ বোমা হামলার সময়ই নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে জঙ্গী গোষ্ঠীটির অন্তত ৫ সদস্যের মৃত্যু হয়েছে বলেও কর্মকর্তারা জানিয়েছেন। হামলায় সরকারী বাহিনীর ৩৮ সদস্য নিহত হয়েছে বলে আল শাবাব দাবি করলেও রয়টার্স এর সত্যতা নিশ্চিত করতে পারেনি। ইয়াহু নিউজ। পুলিশ এবং এ্যাম্বুলেন্স সার্ভিসের সদস্যরা জানান, বিস্ফোরণের পরপরই তারা প্রেসিডেন্টের বাসভবনের কাছে গোলাগুলির শব্দ শুনতে পান। ‘এখন পর্যন্ত আমরা আজকে রাতের বিস্ফোরণের পর ৩৮টি মৃতদেহ এবং আরও ২০ জন আহত ব্যক্তিকে নিয়ে গেছি,’ বলেন আমিন এ্যাম্বুলেন্সের পরিচালক আবদিকাদির আবদিরহমান। প্রেসিডেন্টের বাসভবনের কাছাকাছি জঙ্গীরা নিরাপত্তা রক্ষীদের গুলি চালানোর পরপরই একটি চেকপয়েন্টের কাছে প্রথম গাড়িবোমাটি বিস্ফোরিত হয় বলে পুলিশ জানিয়েছে, কিছুটা দূরে একটি হোটেলের সামনে রাখা গাড়িতে দ্বিতীয় বিস্ফোরণটি হয়। ‘প্রেসিডেন্ট প্রাসাদের কাছে আসার পর বেশিরভাগ জঙ্গীই গাড়িটি থেকে বের হয়ে যায়, পরে প্রাসাদের বাইরেই আত্মঘাতীর গাড়িবোমাটি বিস্ফোরিত হয়,’ রয়টার্সকে বলেন মেজর ওমর আবদুল্লাহি। আল শাবাবের মুখপাত্র আবদিয়াসিস আবু মুসাবের দাবি, তাদের গাড়ি বোমার লক্ষ্য ছিল প্রেসিডেন্টের বাসভবনের আশপাশ ও বাসভবন সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর ঘাঁটি হাবার কাদিজা। হামলায় নিরাপত্তা বাহিনীর প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি। যদিও কোন সূত্রই এ দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি বলে ভাষ্য রয়টার্সের মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গীগোষ্ঠী আল-কায়দাসংশ্লিষ্ট আল শাবাব সোমালিয়ার সরকার উচ্ছেদ করে সেখানে কঠোর শরিয়া শাসন চালুর জন্য একের পর এক এ ধরনের হামলা চালিয়ে যাচ্ছে। দশককাল ধরে আফ্রিকার দেশটিতে চালানো এসব হামলায় নিহতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে গেছে। পূর্ব আফ্রিকার অন্যান্য দেশেও বেশ তৎপর আল শাবাব। তাদের হামলায় অঞ্চলটির অন্যান্য দেশেও কয়েকশ লোক নিহত হয়েছে। শুক্রবারের হামলার সঙ্গে জড়িত পাঁচ জঙ্গীকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা হত্যা করেছে বলে দাবি সোমালিয়ার নিরাপত্তা মন্ত্রী আবুকার ইসলোর। সরকারের এ ভাষ্য উড়িয়ে দিয়ে আল শাবাব বলছে, প্রেসিডেন্ট বাসভবনের কাছে হামলায় জড়িত সদস্যদের অনেকেই এখনও সক্রিয়। গত বছরের অক্টোবরে মোগাদিসুতে জোড়া গাড়ি বোমা হামলায় পাঁচশরও বেশি মানুষ নিহত হয়েছিল। আল শাবাব হামলার দায় স্বীকার না করলেও ২০০৭ সালে সোমালিয়ায় জঙ্গী গোষ্ঠীটির তৎপরতা শুরুর পর থেকে অক্টোবরের ওই বিস্ফোরণই ছিল সবচেয়ে রক্তক্ষয়ী।
×