ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

একীভূত ইউরোপীয় ব্যবস্থা চান ফরাসী প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

প্রকাশিত: ০৫:৪৪, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

একীভূত ইউরোপীয় ব্যবস্থা চান ফরাসী প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) রূপান্তর চান। ২৮ জাতি ব্লক এখন অর্থনীতি ও অভিবাসীসহ নানা সমস্যা জর্জরিত। তাই এর আমূল পরিবর্তন প্রয়োজন বলে ফরাসী প্রেসিডেন্ট মনে করেন। নিউ স্টেটসম্যান। কখনও কখনও রূপান্তরের জন্য একজন ফরাসী লোককে প্রয়োজন হয়। বিশ্বে আমেরিকান গণতন্ত্রের সুফল ব্যাখ্যা করতে ১৯ শতকের লেখক ও রাজনীতিবিদ এ্যালেক্সিস ডি টোকুইভলের কথা আজও সম্মানের সঙ্গে স্মরণ করা হয়। বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে অপর দুই ফরাসী নাগরিক (একজন ফরাসী ও অপরজন লুক্সেমবার্গের সঙ্গে সম্পর্কযুক্ত একজন লোনার), রাজনৈতিক অর্থনীতিবিদ ও কূটনৈতিক জ্যাঁ মোনেত এবং পররাষ্ট্রমন্ত্রী রবার্ট শুম্যানকে আজও তাদের অবদানের জন্য শ্রদ্ধাভরে স্মরণ করা হয়ে থাকে। একটি সীমিত ইউরোপীয় সম্প্রদায় প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ইইউর কয়লা ও ইস্পাত শিল্পকে নিয়ে নিঃসন্দেহে কাজ করে গেছেন। গত ১৮ মাসে ম্যাক্রোঁর ধারাবাহিক লেখা, নিবন্ধ ও বক্তৃতায় ইইউর দুর্বলতা প্রকাশ পেয়েছে। তিনি দেখিয়েছেন যে, অর্থ, অর্থনীতি, পরিবেশ, অভিবাসন, পররাষ্ট্রনীতি ও প্রতিরক্ষা ক্ষেত্রে ক্ষেত্রবিশেষে কার্যকর সার্বভৌমত্ব রক্ষায় নিজেরা খুবই দুর্বল হয়ে রয়েছে। ইইউর সবচেয়ে খারাপ দিক হল, এর বর্তমান কাঠামো ও ঘাটতি পূরণ করার অক্ষমতা। ইইউর একক মুদ্রা ব্যবস্থায় ইউরোর ভিত্তি পার্লামেন্ট ও সদস্য রাষ্ট্রের অর্থনৈতিক নীতির ভিত্তিতে করা হয়নি। এজন্য স্থায়ী অস্থিরতা বৃদ্ধি পেয়েছে। যা ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছে। সদস্য রাষ্ট্রের দেশগুলোর কর ব্যবস্থায়ও সমন্বয় করা হয়নি। যার ফলে ইইউ দেশগুলোর মধ্যে অসম প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে। ফলে দেশগুলোতে কল্যাণমূলক শাসন ব্যবস্থা গড়ে ওঠেনি। জলবায়ু পরিবর্তনের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্র মোকাবেলা করার জন্য ইইউর সদস্য রাষ্ট্রগুলো ব্যর্থ হয়েছে। তারা স্বাধীনভাবে তাদের প্রতিশ্রুতি পূরণে সক্ষম হয়নি। ইউরোপীয় সরকারগুলোর যৌথভাবে অর্থায়নের ভিত্তিতে একটি একক সেনাবাহিনী গড়ে ওঠেনি। তাই এর প্রতিরক্ষা ব্যবস্থায় অপর্যাপ্ততা রয়েছে। প্রকৃতপক্ষে ন্যাটো সামরিক জোটের দ্বারা ইউরোপ নিজেদের রক্ষা করে আসছে। যেখানে বেশিরভাগ যুদ্ধ ও যুদ্ধকবলিত ক্ষমতা প্রদর্শন আটলান্টিক মহাসাগর ও ইংলিশ চ্যানেলের মাধ্যমে গড়ে উঠেছে।
×