ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

র‌্যাব ও কোস্টগার্ডের অভিযানে তিন প্রতারক ও ৯ ডাকাত গ্রেফতার

প্রকাশিত: ০৫:৩০, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

র‌্যাব ও কোস্টগার্ডের অভিযানে তিন প্রতারক ও ৯ ডাকাত গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ র‌্যাবের অভিযানে প্রায় দশ লাখ টাকাসহ তিন প্রতারক ও নয় ডাকাত এবং কোস্টগার্ডের অভিযানে সাত জেলে ও আট হাজার চিংড়ির পোনা আটক হয়েছে। বুধবার গভীর রাতে র‌্যাব-২ এর একটি দল হাজারীবাগের ঝিগাতলা এলাকার মধুবন মিষ্টান্ন ভা-ারের সামনে থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া প্রায় দশ লাখ টাকাসহ কাউসার (২৮), তোফায়েল ইসলাম টিটু (৩৯) ও রেজাউল ইসলাম (৪৯) নামে তিন প্রতারককে গ্রেফতার করে। তাদের কাছ থেকে গুলিভর্তি বিদেশী পিস্তল, নগদ প্রায় পৌনে ১০ লাখ টাকা, বিভিন্ন ব্যাংকের ৩৩টি এটিএম কার্ড, ৮টি চেক বই জব্দ করা হয়। র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা ফেসবুক, ভাইবার, হোয়াটসএ্যাপ, ইমো ইত্যাদি স্যোসাল মিডিয়ার মাধ্যমে প্রথমে টার্গেটকৃত ব্যক্তির কাছে নিজেদেরকে আফ্রিকান, আমেরিকান, ইংল্যান্ড, স্কটল্যান্ড অথবা ইউরোপের অন্যান্য দেশের নাগরিক হিসেবে পরিচয় দেয়। এক পর্যায়ে বন্ধুত্ব ও বিশ্বস্ততা অর্জন করার পর তাকে জানায় যে, তার নামে উপঢৌকন হিসেবে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে একটি পার্সেল পাঠানো হয়েছে। উক্ত পার্সেলটি কাস্টম্স ক্লিয়ারেন্স এর আনুষ্ঠানিকতা শেষে তাকে গ্রহণের জন্য অনুরোধ করে। বিদেশী মূল্যবান পার্সেল পাওয়ার প্রত্যাশায় প্রতারিতরা প্রতারকদের সহযোগী হিসেবে বাংলাদেশে থাকা প্রতারকদের দেয়া বিভিন্ন ব্যাংক একাউন্টে দেশের বিভিন্ন স্থান হতে টাকা প্রেরণ করে। অন্যদিকে বুধবার রাতে অভিযান চালিয়ে মোহাম্মপুরের বিক্রমপুর সুইটস এ্যান্ড বেকারি ও শেরে বাংলা নগর থানা এলাকার জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালের সামনে থেকে ডাকাত সন্দেহে নয় জনকে আটক করে র‌্যাব-২ এর একটি দল। গ্রেফতারকৃতরা হচ্ছেÑ আবিদ (২১), ইমন (২০), বাবু (১৯), রুবেল (২০), সাইফুল ইসলাম (৩৬), ইমন (১৯), রেজাউল (২০), সুজন (২০) ও আরিফ হোসেন (৩১)। গ্রেফতারকৃতদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। র‌্যাব জানায়, তারা ডাকাতি ও ছিনতাইয়ে জড়িত। টাকা, মোবাইল ফোন, ল্যাপটপ, ভ্যানিটি ব্যাগ ইত্যাদি মূল্যবান সামগ্রীই তাদের টার্গেট। রাতে তারা সুযোগ পেলে গ্রিল কেটে বাড়ির লোকজনদের জিম্মি করে টাকা পয়সা স্বর্ণালঙ্কার লুটের সঙ্গে জড়িত। এদিকে খুলনার পাথরঘাটার বিশখালী নদীর লালদিয়া এলাকায় অভিযান চালিয়ে আট লাখ পিস চিংড়ি রেণু পোনা, একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা ও সাত জন জেলেকে আটক করে কোস্টগার্ড। ভ্রাম্যমাণ আদালত প্রতি জেলেকে ৫ হাজার টাকা জরিমানা করে। রেণুগুলো অবমুক্ত করা হয়।
×