ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্ল্যাকমেলের দায়ে ব্রিটিশ গবেষকের ৩২ বছর কারাদণ্ড

প্রকাশিত: ০৩:৫১, ২১ ফেব্রুয়ারি ২০১৮

ব্ল্যাকমেলের দায়ে ব্রিটিশ গবেষকের ৩২ বছর কারাদণ্ড

ডার্ক ওয়েবে প্রকাশ করার উদ্দেশে বিকৃতরুচির ছবি পাঠাতে অসংখ্য নারী-পুরুষকে প্রতারণার ফাঁদে ফেলার দায়ে যুক্তরাজ্যের আদালত এক গবেষককে ৩২ বছরের কারাদ- দিয়েছে। চার বছর বয়সী এক ছেলেকে ধর্ষণে উৎসাহিত করাসহ মোট ১৩৭ ধরনের অপরাধের কথা স্বীকার করার পর সোমবার বার্মিংহামের ক্রাউন আদালত ড. ম্যাথিউ ফেলডারের সাজার রায় ঘোষণা করেন।- ইয়াহু নিউজ ২৯ বছর বয়সী এ ভূপদার্থবিদ ইংল্যান্ডের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের গবেষক হিসেবে কর্মরত ছিলেন। তদন্ত কর্মকর্তারা জানান, ফেলডার মূলধারার অনলাইন বিজ্ঞাপনী সংস্থাগুলোর ওয়েবসাইট ও অনলাইন ফোরামে নিজেকে হতাশ নারী শিল্পী হিসেবে পরিচয় দিতেন। বিভিন্নজনকে বোকা বানিয়ে এরপর তাদের নগ্ন ও স্বল্পবসনা ছবি যোগাড় করতেন এ গবেষক। পরে সেসব ছবিকে হাতিয়ার বানিয়ে ওই ব্যক্তিদের বিভিন্ন বিকৃতরুচির কাজ করতে বাধ্য করতেন এবং সে সব কাজের ছবি তাকে পাঠাতে বলতেন। তার কথায় রাজি না হলে ব্যবহারকারীদের নগ্ন ও স্বল্পবসনা ছবিগুলো পরিবার, বন্ধুবান্ধব ও সহকর্মীদের কাছে পাঠানোর হুমকি দিয়ে কাজ হাসিল করতেন এ তরুণ গবেষক। পরে ‘এভিলমাইন্ড’ ও ‘সিক্স সিক্স সিক্স ডেভিল’ নাম ব্যবহার করে সে সব ছবি ধর্ষণ, হত্যা, নির্যাতন ও প্রতারণা বিষয়ক গোপন অনলাইন ফোরামের বিভিন্ন রগরগে ওয়েবসাইটে প্রকাশ করতেন ফেলডার। ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) জানায়, ব্রিটিশ এ গবেষক সারা বিশ্বের তিনশতাধিক ব্যক্তিকে এভাবে প্রতারণার চেষ্টা করেছিল, যাদের মধ্যে ৪৫জন তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
×