ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নির্বাচনে না এলে বাটি চালান দিয়েও বিএনপিকে পাওয়া যাবে না ॥ নাসিম

প্রকাশিত: ০৫:০৭, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

 নির্বাচনে না এলে  বাটি চালান দিয়েও  বিএনপিকে পাওয়া যাবে না ॥ নাসিম

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৬ ফেব্রুয়ারি ॥ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনে। বিএনপি যদি নির্বাচনে না আসে আগামীতে বাটি চালান দিয়েও বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না। তাই বিএনপিকে বলব আপনারা নির্বাচনে আসেন। জনগণ যাদের ভোট দেয় আমরা তা মেনে নেব। আমি আগামী ডিসেম্বরে ইনশাআল্লাহ্ নির্বাচন হবে এবং তা শেখ হাসিনার অধীনেই হবে। নির্বাচনী ফাইনাল খেলা হবে মাঠে। রেফারি থাকবে নির্বাচন কমিশন। শুক্রবার বিকেল ৪টায় মাদারীপুর স্বাধীনতা অঙ্গনে আচমত আলী খান ফাউন্ডেশন বাংলাদেশ ও তায়েবা মেডিক্যাল সেন্টার নাইরোবী কেনিয়ার উদ্যোগে ঠোঁট কাটা, তালু কাটা রোগীদের আন্তর্জাতিকমানের অপারেশনের জন্য বিনামূল্যে চিকিৎসা শিবিরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, দেশে গণতন্ত্র আছে বলেই শ্রমিক-কৃষকের ভাগ্যের পরিবর্তন হয়েছে। উন্নত দেশে যেভাবে নির্বাচন হয়, তেমনি বাংলাদেশেও নির্বাচন হবে ২০১৮ সালের ডিসেম্বর মাসে। বিএনপি নেত্রীর উদ্দেশে মন্ত্রী বলেন, আপনার কৃতকর্মের জন্যই আপনি সাজা পেয়েছেন। দেশে কোন হত্যা কা-ের বিচার করেন নাই। আপনার মুখে ন্যায়বিচার কথাটা শোভা পায় না। বরং আপনি ন্যায়বিচার পেয়েছেন। ১৪ দলের মুখপাত্র বিএনপির উদ্দেশে মন্ত্রী বলেন, আপনি আদালতের আশ্রয় নিন। আদালত যদি আপনাকে মুক্ত করে দেয়, তাতে আমাদের কোন আপত্তি নেই। আওয়ামী লীগ কখনই প্রতিহিংসার রাজনীতি করে না। সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই ৮ মাস পরেই ডিসেম্বরে বিজয়ের মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ্ বিজয় আমাদের হবেই। এ্যাডভোকেট মোঃ ওবাইদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত চিকিৎসা শিবিরে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি, সংসদীয় সভার হিসাব সম্পর্কীয় অনুমিত কমিটির সাধারণ সম্পাদক নূর-ই-আলম লিটন চৌধুরী এমপি, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোঃ মিয়াজউদ্দিন খান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুল আল-মামুন, স্বাস্থ্য অধিদফতরের উপ-পরিচালক ডাঃ দিলীপ কুমার দাস, সিভিল সার্জন ফরিদ হোসেন মিঞা, মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান খান, ডাঃ প্রফেসর মেসাক অং-গুটি কেনিয়া, প্রফেসর ডাঃ সাফকাত হোসেইন প্রমুখ।
×