ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জমিয়ে রাখা শুক্রাণু থেকে যমজ শিশুর জন্ম

প্রকাশিত: ০৪:০৫, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

 জমিয়ে রাখা শুক্রাণু থেকে যমজ  শিশুর জন্ম

ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরের প্রথমেশ পাতিল নামে এক ইঞ্জিনিয়ারে জমিয়ে রাখা শুক্রাণু থেকে যমজ শিশুর জন্ম হয়েছে। এতে খুশি ওই পরিবার। তাদেরই এক আত্মীয়ার গর্ভে জন্ম নেয় শিশু দুটি। যাদের একটি ছেলে ও অপরটি মেয়ে। খবর বিবিসির। ইঞ্জিনিয়ার প্রথমেশ পাতিল জার্মানিতে পড়াশোনা করতে যান। সেখানেই তার ক্যান্সার ধরা পড়ে। ভারতে ফিরে আসার তিন বছর পর ২০১৬ সালে তিনি মারা যান। তার মা রাজশ্রী পাতিল বলেন, চিকিৎসা শুরুর আগেই জার্মানির এক স্পার্ম ব্যাংকে প্রথমেশের শুক্রাণু জমা রাখা ছিল। তা থেকে আবারও ঘরে ফিরে এসেছে আমাদের ছেলে। প্রথমেশের মৃত্যুর পর শুধু পরিবারই নয় সবাই ভেঙ্গে পড়েছিলেন। দাদার মৃত্যু পর ছোট বোন অবসাদে ভুগছিল। ছেলের মৃত্যুর পর আমি মনে করতাম ও সামনেই আছে। ওর ঘরে শুধুই ওর ছবি রেখে দিয়েছি। সবসময় একটা ছবি নিজের কাছেও রাখি। কিছু খেলেও সামনে থাকে ছেলের ছবি। হঠাৎ একদিন মনে হলো ছেলের শুক্রাণু জমা আছে জার্মানিতে। সেটা দিয়ে ফিরিয়ে আনতে পারি প্রথমেশকে। জার্মানিতে ক্যান্সারের চিকিৎসা শুরু করার আগেই সেখানকার ডাক্তার প্রথমেশের শুক্রাণু জমিয়ে রেখেছিলেন পরিবারের অনুমতি নিয়েই। তা রাখা ছিল সিমেন ক্রায়োপ্রিজারভেশন পদ্ধতিতে। যাকে স্পার্ম ব্যাংক বলে। রাজশ্রী চেয়েছিলে নিজের গর্ভে প্রতিস্থাপন করবেন সন্তানের স্পার্ম। তবে চিকিৎসকরা তাতে সম্মতি না দেয়ায় এক আত্মীয় (সম্পর্কে বোন হন) এগিয়ে আসেন। তাতে ভ্রƒণ তৈরি করে গর্ভে প্রতিস্থাপন করা হয়। একে আইভিএফ পদ্ধতি বলে।
×