ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যে কারণে প্রেসিডেন্টের পদ ছাড়তে বাধ্য হলেন জুমা

প্রকাশিত: ০৩:৫৯, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

যে কারণে প্রেসিডেন্টের পদ ছাড়তে বাধ্য হলেন জুমা

দুর্নীতি, অর্থনীতিতে শ্লথ গতি ও জনপ্রিয়তায় ধসের অভিযোগ মাথায় নিয়ে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের পদ ছাড়লেন জ্যাকব জুমা। তার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) মঙ্গলবার তার বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ নেয়ার ঘোষণা দেয়ার পর তিনি বুধবার পদত্যাগ করেন। ২০০৯ সালে তিনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন। জুলু সম্প্রদায় থেকে উঠে আসা জুমা ৯ বছর দেশটির প্রেসিডেন্ট ছিলেন। আগামী বছর সর্বোচ্চ দুই মেয়াদ পূর্তির পর তার পদত্যাগ করার কথা ছিল। এএফপি ও গ্লোবাল মেইল। প্রেসিডেন্টের পদ থেকে সরে যেতে বলায় ও বৃহস্পতিবার পার্লামেন্টের অনাস্থা ভোটের মাধ্যামে তাকে অপসারণ করার হুমকি দেয়ায় জুমা এএনসির বিরুদ্ধে বিদ্রƒপ করেন। টেলিভিশনে ৩০ মিনিটের বিদায়ী ভাষণে ৭৫ বয়সী জুমা বলেন, দলের অনুরোধে তাৎক্ষণিকভাবে তিনি প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। সাবেক ধনকুবের ব্যবসায়ী সিরিল রামাফোসার সঙ্গে দীর্ঘদিন ধরে তার ক্ষমতার লড়াই চলে আসছিল। সহকারী প্রেসিডেন্ট রামাফোসা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হতে চলেছেন। গত বছর ডিসেম্বরে দলের প্রধান নির্বাচিত হওয়ার পর রামাফোসার হাতে এএনসির নিয়ন্ত্রণ চলে আসে। বৃহস্পতিবার বা শুক্রবার দলের আইনপ্রণেতাদের ভোটে রামাফোসার দক্ষিণ আফ্রিকার নতুন প্রেসিডেন্ট হওয়ার কথা রয়েছে। দীর্ঘদিন ধরে চলে আসা দুর্নীতির অভিযোগে সম্মান হারানো জুমা অভিযোগ করেন যে এএনসি তার কাছে কখনোই ব্যাখ্যা করেনি কেন তাকে পদত্যাগ করতে হবে। বুধবার পদত্যাগের আগে এক টিভি সাক্ষাতকারে তিনি বলেন, তিনি দলের পক্ষ থেকে খুব রুঢ় আচরণ পেয়েছেন, তিনি ১৯৫৯ সালে দলটিতে যোগদান করেন এবং কয়েক দশক বর্ণবাদী শেতাঙ্গ শাসনের বিরুদ্ধে যুদ্ধ করেন। তিনি বলেন, ‘সিদ্ধান্ত কর্যকরে যে রীতি গ্রহণ করা হয়েছে তা তাকে ক্রুব্ধ করেছে। আমি কোন ভুল করেছি এ বিষযে কোন প্রমাণ নেই তার সঙ্গে আমি একমত না।’ মঙ্গলবার প্রিটোরিয়ার একটি হোটেলে ১৩ ঘণ্টা বৈঠকের পর এএনসির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি তাকে পদত্যাগের নির্দেশ দেয়। এএনসির কর্মকর্তারা জানান যে যদি বুধবারের মধ্যে জুমা পদত্যাগ না করেন বৃহস্পতিবার কেপটাউনে দলের আইনপ্রণেতারা জুমাকে অপসারণ করতে ভোট দেবেন। তবে তার পদত্যাগের পর দলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, আমরা উদযাপন করছি না। তার শাসনামলে ভারতীয় বংশদ্ভূত গুপ্তা পরিবারের দুর্নীতি ও তাদের সঙ্গে তার সখ্য পদত্যাগের পেছনে ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে।
×