ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

টি২০ অধিনায়ক মাহমুদুল্লাহ

প্রকাশিত: ০৬:৩২, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

টি২০ অধিনায়ক মাহমুদুল্লাহ

স্পোর্টস রিপোর্টার ॥ গত বছর দক্ষিণ আফ্রিকা সফর থেকেই বাংলাদেশ দলের টি২০তে অধিনয়াক হয়েছেন সাকিব আল হাসান। তার সহকারী হিসেবে ছিলেন তামিম ইকবাল। তবে এবার ঘরের মাটিতে দুই ম্যাচের টি২০ সিরিজে খেলতে পারছেন না সাকিব। সে কারণে স্বাভাবিক নিয়মে সহঅধিনায়ক তামিমেরই কাঁধে নেতৃত্বের ভার আসার কথা। কিন্তু মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে টি২০ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মাহমুদুল্লাহ রিয়াদ। আর সাকিবের পরিবর্তে দলে নেয়া হয়েছে বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুকে। ত্রিদেশীয় সিরিজের সময় বাঁ হাতের কনিষ্ঠ আঙ্গুলের ইনজুরিতে পড়েন সাকিব। এরপর টেস্ট সিরিজে খেলতে পারেননি তিনি। ফলে দুই টেস্টে দলকে নেতৃত্ব দেন তার সহকারী মাহমুদুল্লাহ রিয়াদ। এবার টি২০ সিরিজেও তিনিই বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন। ফলে টি২০ ক্রিকেটে বাংলাদেশের ষষ্ঠ অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হবে মাহমুদুল্লাহর বৃহস্পতিবার প্রথম ম্যাচে। যদিও স্বাভাবিক নিয়মে অধিনায়কত্ব করার কথা তামিমেরই। কিন্তু সাম্প্রতিক সময়ে উইকেট নিয়ে বিরূপ মন্তব্য করায় ৫ লাখ টাকা জরিমানা, শুনানির মুখোমুখি ও সর্তকতা শুনতে হয়েছে এ বাঁহাতি ওপেনারকে। আর টেস্টে দলকে বেশ ভালভাবেই নেতৃত্ব দিয়েছেন মাহমুদুল্লাহ। এমনকি ঘরোয়া আসরেও, বিশেষ করে টি২০ আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) দারুণ নেতৃত্ব গুণ দেখিয়ে মাহমুদুল্লাহ নির্বাচকদের নজর কেড়েছেন। শেষ পর্যন্ত তাকেই নেতৃত্ব দেয়া হলো সে জন্য। ৬০টি আন্তর্জাতিক টি২০ খেলার অভিজ্ঞতা অর্জন করা মাহমুদুল্লাহ এই প্রথম এ ফরমেটে জাতীয় দলকে নেতৃত্ব দেবেন। আর সাকিবের ঘাটতি পূরণের জন্য আরেকজন বাঁহাতি স্পিনারকে দলে ভিড়িয়েছেন নির্বাচকরা। ২৬ বছর বয়সী নাজমুল বাঁহাতি স্পিনে সর্বশেষ বিপিএলে ১০ ম্যাচ খেলে শিকার করেন ১২ উইকেট। সবমিলিয়ে ৫০ টি২০ খেলার অভিজ্ঞতাসম্পন্ন এ ঢাকার ক্রিকেটার ক্যারিয়ারে ঝুলিতে পুরেছেন ৩৭ উইকেট। বিপিএলে তিনি বরিশাল বার্নার্স ও রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন। তার এই ঘরোয়া ক্রিকেটের নৈপুণ্যই প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা করে নিয়েছেন।
×