ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিল পাস

প্রকাশিত: ০৪:১০, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিল পাস

অস্ট্রেলিয়ায় জাতীয়ভাবে ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত দিন ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের বিল পাস হয়েছে। সোমবার দেশটির ফেডারেল পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে বিলটি পাস হয়। এর আগে অস্ট্রেলিয়ার লেবার দলের সাংসদ, হাউস অব রিপ্রেজেনটেটিভ ও স্ট্যান্ডিং কমিটির উপপ্রধান ম্যাট থিস্টলথওয়েট অস্ট্রেলিয়ার জাতীয় সংসদ অধিবেশনে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ এর ওপর এ বিল উত্থাপন করেন। দিবসটির তাৎপর্য তুলে ধরে ম্যাট ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ইতিহাস বর্ণনা করেন। বিলটিতে ১৯৯৯ সালে ইউনেসকো দিবসটির আন্তর্জাতিক স্বীকৃতি দেয়ার কথা উল্লেখ অস্ট্রেলিয়ায় প্রায় ২শ’ ভাষাভাষী মানুষের বসবাসের কথা বলা হয়। অস্ট্রেলিয়ার সামাজিক উন্নয়নে বাংলাদেশী কমিউনিটি ও বাংলাভাষীদের অবদানের কথা উল্লেখ করে ম্যাট ভাষার প্রতি সম্মান জানানো ও তা সংরক্ষণ করতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি জাতীয়ভাবে পালন করার বিল উত্থাপন করেন। -ওয়েবসাইট ড্রিমারদের ভাগ্য নির্ধারণে মার্কিন কংগ্রেসে বিতর্ক শুরু যুক্তরাষ্ট্রে বৈধ নাগরিকদের সঙ্গে আগত সন্তানদের নাগরিকত্ব প্রদানের বিষয়ে সোমবার কংগ্রেসে বিতর্ক শুরু হয়েছে। তাদের নাগরিকত্ব প্রদানের বিনিময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাটদের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছতে আগ্রহী বলে জানা গেছে। -এএফপি।
×