ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মোদির আমিরাত সফরকালে প্রতিরক্ষাসহ সন্ত্রাস দমন সমঝোতা

ভারত-আমিরাত যৌথ নৌমহড়া

প্রকাশিত: ০৬:১৯, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

ভারত-আমিরাত যৌথ নৌমহড়া

ভারত ও সংযুক্ত আরব আমিরাত উপসাগরে যৌথভাবে নৌমহড়া করবে। দুদেশের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমিরাত সফরের সময় সন্ত্রাসবাদ ও প্রতিরক্ষা ইস্যুতে দুদেশের মধ্যে সমঝোতা হয়েছে। মধ্যপ্রাচ্যে তিন দেশে চার দিনের সফরে শনিবার তিনি আমিরাত পৌঁছেন। রবিবার সফরের শেষ পর্যায়ে তিনি যান ওমানে। টাইমস অব ইন্ডিয়া। দুবাইয়ে ওয়ার্ল্ড গবর্নমেন্ট সামিটে অংশ নিয়ে মোদি প্রযুক্তি ব্যবহার বিস্তার ও সুষম প্রবৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। দুদেশের মধ্যে দেয়া যৌথ বিবৃতিতে সন্ত্রাসবাদ ও চরমপন্থা বিস্তার রোধে দুদেশের এক সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। এছাড়া প্রতিরক্ষা ক্ষেত্রে একটি জয়েন্ট ডিফেন্স কো-অপারেশন কমিটি (জেডিসিসি) গঠনের কথা বলা হয়েছে। গত বছর ডিসেম্বরে নয়াদিল্লীতে দুদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক সর্বশেষ বৈঠক হয়েছে। মোদি বলেছেন, ‘ক্ষেপণাস্ত্র এবং বোমা তৈরিতে যে পরিমাণ সময়, সম্পদ এবং অর্থব্যয় হচ্ছে তা উদ্বেগের। প্রযুক্তিকে উন্নয়নের কাজে ব্যবহার করা উচিত, ধ্বংসের জন্য নয়।’ চলতি বছর দুদেশের প্রথম যৌথ নৌমহড়া হওয়ার কথা রয়েছে। শনিবার আবুধাবির প্রেসিডেন্টসিয়াল প্যালেসে যুবরাজ এবং দেশটির শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মোদি। দু’দেশের মধ্যে কয়েক দফা চুক্তিও হয়। ওএনজিসি’র নেতৃত্বে ভারতীয় তেল সংস্থাগুলোর একটি কনসোর্টিয়াম সে দেশের আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (এডিএনওসি)’র সঙ্গে শনিবার একটি সমঝোতা স্মারক সই হয়। এডিএনওসির একটি তেলক্ষেত্রের ১০ শতাংশ শেয়ার কিনছে ভারতীয় কনসোর্টিয়ামটি। চুক্তির মেয়াদ ৪০ বছর। মোদি রবিবার দুবাইর অপেরা হাউস থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেখানে একটি মন্দির তৈরির কাজ উদ্বোধন করেন। দুবাই-আবুধাবি হাইওয়ের ৫৫ হাজার বর্গমিটার জায়গার ওপর মন্দিরটি ২০২০ সালের মধ্যে তৈরি হবে। আরব আমিরাতে প্রথম হিন্দু মন্দির স্থাপনের অনুমতিদানের জন্য ১২৫ কোটি ভারতীয়দের পক্ষ থেকে তিনি আবুধাবির যুবরাজ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ানকে ধন্যবাদ জ্ঞাপন করেন। মোদি মন্দিরের স্থাপত্যের প্রশংসা করেন এবং বিশ্বে অদ্বিতীয় হিসেবে অভিহিত করেন। এটি হবে আরব আমিরাতে প্রথম হিন্দু মন্দির। তৈরি করবে মোদির রাজ্য গুজরাটের একটি হিন্দু প্রতিষ্ঠান। মোদি ক্ষমতায় আসার পরেই আবুধাবিতে মন্দির নিয়ে আলোচনা শুরু হয়। ২০১৫ সালে সংযুক্ত আরব আমিরাত সফরে যান মোদি। বর্তমানে আমিরাতে প্রায় ৩০ লাখ ভারতীয় বা ভারতীয় বংশোদ্ভূত কর্মরত আছেন যা দেশটির মোট জনসংখ্যার ৩০ শতাংশের কিছু বেশি। মোদি বলেন, ‘ভারতের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক শুধু ক্রেতা-বিক্রেতার নয়। তার থেকেও অনেক বেশি।’ মোদি রবিবার ওমানের রাজধানী মাসকাটে ৩৪ হাজার প্রবাসী ভারতীয়ের সমাবেশে বলেন, ‘আমার সরকারের বিরুদ্ধে কেউ দুুর্নীতির অভিযোগ করতে পারবে না। দেশে বিরোধী কংগ্রেস পার্টি রাফায়েল চুক্তি নিয়ে মোদির সরকারের বিরুদ্ধে যে অভিযোগ করে যাচ্ছে তার জবাব হিসেবে তিনি ওই মন্তব্য করেন। মোদি দাবি করেন তার পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে তহবিল তছরুপের অভিযোগ করেছেন। তিনি দাবি করেন তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের ফলে ১ লাখ ৪০ হাজার কোটি রুপী সাশ্রয় হয়েছে। মাসকাটের সুলতান কাবুস স্পোর্টস কমপ্লেক্সে তিনি প্রথম কোন বিদেশী সরকার প্রধান হিসেবে বক্তৃতা দেন।
×