ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ডিজিটাল মেলা উদ্বোধন

প্রকাশিত: ০৩:৫৬, ১২ ফেব্রুয়ারি ২০১৮

ডিজিটাল মেলা উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১১ ফেব্রুয়ারি ॥ রবিবার ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ডিজিটাল উদ্ভাবনী মেলা। শহরের সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বড়মাঠে রঙিন বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআইয়ের মহাপরিচালক (প্রশাসন) ও প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার। জেলা প্রশাসক আব্দুল আওয়ালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার ফারহাত আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী, অতিরিক্ত জেলা প্রশাসক জহুরুল ইসলাম প্রমুখ। বক্তারা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে উদ্ভাবক সৃষ্টিতে সকল সহায়তার ঘোষণা দেন। কুকুরের কামড়ে আহত ৫০ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার উজিরপুর উপজেলার হস্তিশুন্ড বাজারে একটি পাগলা কুকুরের কামড়ে কমপক্ষে অর্ধশতাধিক ব্যক্তি আক্রান্ত হয়েছেন। শনিবার থেকে রবিবার দুপুর একটার মধ্যে এ ঘটনা ঘটে। পরবর্তীতে ক্ষুব্ধ এলাকাবাসী রবিবার দুপুর দেড়টার দিকে কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, পাগলা কুকুরটি আকস্মিক হস্তিশুন্ড বাজারে আসা ও পথচারীদের মিলিয়ে প্রায় অর্ধশতাধিক ব্যক্তিকে কামড়িয়ে আহত করেছে। আক্রান্তরা সকলেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। পুলিশ জানান, খবর পেয়ে পুলিশ রবিবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই ক্ষুব্ধ এলাকাবাসী পাগলা কুকুরটি পিটিয়ে মেরে ফেলেছে।
×