ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আরামবাগ কোচ মারুফুল

‘এটাই ক্যারিয়ারের সেরা সাফল্য’

প্রকাশিত: ০৬:০৮, ১১ ফেব্রুয়ারি ২০১৮

‘এটাই ক্যারিয়ারের সেরা সাফল্য’

স্পোর্টস রিপোর্টার ॥ দেশের সবচেয়ে হাই-প্রোফাইল কোচ মারুফুল হক। উয়েফা ‘এ’ লাইসেন্সধারী এই কোচ এর আগে মোহামেডান, শেখ রাসেল এবং শেখ জামাল ধানম-ির হয়ে জিতেছেন একাধিক শিরোপা। এ জন্য তাকে বলা হতো শক্তিশালী দলের শিরোপা জেতা ভাগ্যবান কোচ। অনেকেই বলতেন- প্রকৃত কোচ হচ্ছেন সেই কোচ, যিনি দুর্বল বা মাঝারি সারির দল নিয়েও শিরোপা জিততে পারেন। শনিবার আরামবাগ ক্রীড়া সংঘকে স্বাধীনতা কাপ ফুটবলের ট্রফি জিতিয়ে সেই অপবাদ অবশেষে ঘোচাতে সক্ষম হলেন তিনি। ২০১৮ সালের আরামবাগ যেন ঠিক ২০১১ সালের স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন ফরাশগঞ্জ। সেবার ফরাশগঞ্জের কোচ ছিলেন কামাল বাবু। এবারের প্রিমিয়ার লীগে মারুফুলের অধীনে আরামবাগ ১২ দলের মধ্যে অষ্টম হয়ে কোনমতে রেলিগেশন এড়িয়েছিল। সেই দলটিই কিনা দেশীয় ফুটবলার নিয়ে স্বাধীনতা কাপে অপরাজিত চ্যাম্পিয়ন, তাও আবার ঢাকা আবাহনী, চট্টগ্রাম আবাহনী এবং শেখ জামালের মতো ফেভারিট দলগুলোকে হারিয়ে। ২০১২-১৩ মৌসুমে মারুফুল কোচ হিসেবে সর্বশেষ শিরোপা জিতেছিলেন। তখন তিনি ছিলেন শেখ রাসেলের কোচ। রাসেল সেবার ঐতিহাাসিক ট্রেবল জিতেছিল (ফেডারেশন কাপ, প্রিমিয়ার লীগ এবং স্বাধীনতা কাপ)। ছয় বছর পর আবারও কোচ হিসেবে শিরোপা জয়ের স্বাদ পেলেন মারুফুল। আত্মবিশ্বাস এবং ফিটনেস, স্কিল সর্বোপরি টিম স্পিরিট শিরোপা জেতার অন্যতম কারণ বলে শনিবারের ফাইনাল ম্যাচ শেষে উল্লেখ করেন মারুফুল। আরও যোগ করেন, ‘লীগে আমার দল ভাল করেনি। তবে আমার বিশ্বাস ছিল স্বাধীনতা কাপে তারা ভাল করবে। আমার দল টেকনিক্যালি এবং ট্যাকটিক্যালি দারুণ পারফর্মেন্স করেছে। এটাই আমার ক্যারিয়ারে এখন পর্যন্ত সেরা সাফল্য।’ অবশ্য ম্যাচ শেষে হারের দায় স্ট্রাইকারদের নয় চট্টলা কোচ জুলফিকার মাহমুদ মিন্টু দায় চাপিয়েছেন ডিফেন্ডারদের কাঁধে, ‘আমার দলে পরিচিত ডিফেন্ডার কে আছে বলুন। একমাত্র নুরুল নাইয়ুম ফয়সাল ছাড়া পরিচিত কেউ নেই। এটা ঠিক দলে সবুজ, রনি, মামুনুলের তো অভিজ্ঞরা আছেন, তারা খেলে কোন পজিশনে সেটা সবাই জানে।’ পরিকল্পনার শতভাগ ছেলেরা মাঠে কাজে লাগাতে পারেননি যোগ করেন মিন্টু।
×