ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মাগুরায় ধান রাখার আউড়ি তৈরিতে জীবিকা

প্রকাশিত: ০৮:৩৯, ১০ ফেব্রুয়ারি ২০১৮

 মাগুরায় ধান রাখার আউড়ি  তৈরিতে জীবিকা

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৯ ফেব্রুয়ারি ॥ জেলার বিভিন্ন হাটে বাজরে ধান রাখার আউড়ি বিক্রি হচ্ছে। আউড়ি তৈরি ও বিক্রি করে অর্ধশতাধিক পরিবার জীবিকা নির্বাহ করছে। ফলে শিল্পীদের বাড়তি আয়ও হচ্ছে। একটা আউড়ি ৮ থেকে ১০ বছর টেকে এবং এতে ১৫ থেকে ২০ মণ ধান রাখা যায়। জানা গেছে, জেলায় বিনোদপুর, ইছাখাদা, নিজনান্দুয়ালী, শক্রুজিৎপুরসহ বিভিন্ন এলাকায় ধান রাখার আউড়ি তৈরি হয়। বাঁশকেটে চটা বের করে তা দিয়ে আউড়ি তৈরি করা হয়। ধান মাড়াইয়ের পর সারাবছর ঘরে রাখার জন্য ব্যবহৃত হচ্ছে আউড়ি। একটি আউড়িতে প্রায় ১৫ থেকে ২০ মণ ধান রাখা যায়। প্রতিটি আউড়ির দাম প্রকার ভেদে ১২শ’ থেকে ১৩শ’ টাকা। দেশীয় পদ্ধতিতে ধান রাখার জন্য আউড়ি খুবই গুরুত্ব পূর্ণ। অউড়িতে সারা বছর ধান ভাল ভাবে রাখা যায়। গ্রাম এলাকায় আউড়ির আলাদা কদর রয়েছে। প্রায় প্রতি বাড়িতে ধান রাখার জন্য আউড়ি ব্যবহার করা হয়। আউড়ি তৈরি শিল্পী হারুন জানান, একটি আউড়ি তৈরি করতে খরচ পড়ে ৬শ’ থেকে ৭শ’ টাকা। মুজরি বাবদ তারা পান ৫/৬ শ’ টাকা।
×