ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে ব্লাসফেমি আইনে একজনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৮:৫২, ৯ ফেব্রুয়ারি ২০১৮

পাকিস্তানে ব্লাসফেমি আইনে একজনের মৃত্যুদণ্ড

পাকিস্তানের একটি আদালত মিথ্যা ধর্ম-অবমাননার অভিযোগ তুলে এক ছাত্রকে হত্যা করার দায়ে এক ব্যক্তির বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছে। এছাড়া পাঁচজনকে যাবজ্জীবন কারাদ- দেয়া হয়েছে। এছাড়া বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে ২৫ জনকে। খালাস পেয়েছে ২৬ জন। -বিবিসি ২০১৭ সালের এপ্রিলে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখা প্রদেশের একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কয়েকশ ছাত্র মাশাল খানকে ইসলাম অবমাননার অভিযোগে তার ছাত্রাবাস থেকে টেনে হেঁচড়ে নামিয়ে এনে নৃশংসভাবে পেটায় এবং পরে গুলি করে হত্যা করে। সেসময় খবর বের হয় যে মাশাল খান বিভিন্ন সময়ে ইসলাম বিরোধী মনোভাব প্রকাশ করতো, এবং হত্যাকা-ের কিছুদিন আগে এক ধর্ম নিয়ে বিরাট তর্কে জড়িয়ে পড়েছিল। নিরাপত্তার ভয়ে মামলাটির বিচারকার্য একটি কারাগারের ভেতরে হয়েছে। বুধবার রায়ের দিন হরিপুর কেন্দ্রীয় কারাগারের আশপাশের রাস্তা বন্ধ করে দেয়া হয় এবং কয়েকশ’ পুলিশ মোতায়েন করা হয়। নিজেকে মানবতাবাদী হিসেবে পরিচয় দিত। ছাত্রাবাসে তার ঘরের দেয়ালে চে গুয়েভারা এবং কার্ল মার্কসের ছবি টাঙ্গিয়ে রেখেছিল। তার ঘরের দেয়ালে স্বাধীন মত প্রকাশের সপক্ষে শ্লোগান লেখা ছিল।
×