ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রাফায়েল চুক্তি নিয়ে রাখঢাক করছে সরকার ॥ মোদিকে কটাক্ষ রাহুলের

প্রকাশিত: ০৭:৪৩, ৯ ফেব্রুয়ারি ২০১৮

রাফায়েল চুক্তি নিয়ে রাখঢাক করছে সরকার ॥ মোদিকে কটাক্ষ রাহুলের

ভারতীয় কংগ্রেস পার্টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের রাফায়েল জঙ্গী বিমান কেনা সংক্রান্ত চুক্তির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। দলটি প্রশ্ন করেছে কেন সরকার শত শত কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তিটির বিষয়ে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে ও মত পরিবর্তন করছে। টাইমস অব ইন্ডিয়া। সম্প্রতি প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সিতারামান জানান, সরকার ফ্রান্স থেকে ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান কেনার বিষয়ে বিস্তারিত প্রকাশ করবে না। তার ওই মন্তব্যের পর মঙ্গলবার কংগ্রেসের পক্ষ থেকে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করা হলো। ২০০৮ সালে ফ্রান্স সরকার ও ভারত সরকারের মধ্যে ওই চুক্তি হয়। ২০১৭ সালের নবেম্বরে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, তিনি ওই বিষয়ে বিস্তারিত না জানানোর জন্য লজ্জা পাচ্ছেন না। তিনি দাবি করেন তিনি যে কোন সময় প্রমাণ করতে পারেন যে, তাদের করা চুক্তিটি প্রথমবার করা ইউপিএ শাসনামলের থেকে ভাল। কেন্দ্রীয় সরকারের প্রতি যুদ্ধবিমানের দাম কত এই বিষয়টি জানাতে অস্বীকৃতির বিষয়টি ফাঁস হলে কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধী অভিযোগ করেন যে, এই মেগা চুক্তিটির বিষয়ে একটা কেলেঙ্কারি হতে চলেছে। রাহুল মঙ্গলবার পার্লামেন্টে বলেন, ‘প্রতিরক্ষামন্ত্রী বলছেন, রাফায়েল বিমান কেনার জন্য কত দেয়া হয়েছে তা প্রকাশ করব না। এটার মানে কি? এটার মানে কি সেখানে কোন কেলেঙ্কারি আছে। মোদি ব্যক্তিগতভাবে প্যারিস গিয়েছিলেন, তিনি চুক্তি পরিবর্তন করেছেন। পুরো দেশই তা জানে।’ নবেম্বরের প্রথমদিকে রাহুল দাবি করেছিলেন যে, মোদি চেষ্টা করেছিলেন যেন প্রতিরক্ষামন্ত্রী এই বিষয়ে চুপ থাকেন। সীতারাম কংগ্রেসের অভিযোগকে লজ্জাজনক ও ভিত্তিহীন বলে আক্রমণ করার পর রাহুলের পক্ষ থেকে এই বিদ্রƒপ করা হলো। কংগ্রেস অভিযোগ করেছে যে, এই চুক্তিতে অনিয়ম রয়েছে। রাহুল দাবি করেন, তদের করা চুক্তির থেকে এই চুক্তিতে বেশি দামে রাফায়েল কেনা হয়েছে।
×