ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নেইমারকে সবাই ভালবাসেন

প্রকাশিত: ০৬:৪০, ৭ ফেব্রুয়ারি ২০১৮

নেইমারকে সবাই ভালবাসেন

স্পোর্টস রিপোর্টার ॥ ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার এখন সবসময়ের জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। বার্সিলোনা থেকে পিএসজিতে আসার পর এটি আরও বেড়েছে। এমন খবরও রটেছে, ফরাসী ক্লাব পিএসজি ছেড়ে নেইমার নাকি রিয়াল মাদ্রিদে যেতে পারেন। এমন সময়ে নেইমারকে প্রশংসায় ভাসিয়েছেন রিয়াল কোচ জিনেদিন জিদান। ব্রাাজিলিয়ান সুপারস্টারকে অসাধারণ খেলোয়াড় হিসেবে আখ্যা দিয়ে জিদান বলেছেন, তাকে সবাই ভালবাসে। স্প্যানিশ লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন ও গত দুটি চ্যাম্পিয়ন্স লীগের শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদ চলতি মৌসুমে লা লিগায় টেবিলের শীর্ষে থাকা বার্সিলোনার চেয়ে ১৯ পয়েন্ট পিছিয়ে অবস্থান করছে চতুর্থ স্থানে। গত নবেম্বরে স্পেনের সংবাদ মাধ্যমগুলোতে খবর রটে, আগামী গ্রীষ্মে নেইমার পিএসজি ছেড়ে যোগ দিতে পারেন রিয়ালে। এর মাঝেই রবিবার নেইমারের প্রশংসা করে জিদান বলেন, আমার দলের খেলোয়াড় নয় এমন কাউকে নিয়ে আমি কথা বলি না।। সে (নেইমার) এমন একজন খেলোয়াড় যে সবাইকে মাতিয়ে রাখে। পুরো ফুটবল বিশ্বই তার খেলা পছন্দ করে, কারণ সে একজন অসাধারণ খেলোয়াড়। এর বেশি কিছু নয়। আগামী ফেব্রুয়ারি ও মার্চে মাদ্রিদ সমর্থকরা চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর লড়াইয়ে পিএসজির বিপক্ষে ম্যাচে নেইমারের খেলা উপভোগ করতে পারবেন। এদিকে ইনজুরি যেন পিছুই ছাড়ছে না নেইমারের। পাঁজরের পর এবার উরুর চোটে পড়েছেন এই তারকা। এর ফলে রবিবার ফরাসী লীগ ওয়ানে গুরুত্বপূর্ণ ম্যাচে লিওঁর বিপক্ষে নেইমারকে ছাড়াই খেলতে হয় পিএসজিকে। পাঁজরের চোটে নাটের বিপক্ষে মাঠে নামা হয়নি সাবেক বার্সা তারকার। পরের ম্যাচে ডিজার বিপক্ষে তিনি খেলতে পারবেন কি না সেই শঙ্কাও ছিল। তবে সেই শঙ্কা কাটিয়ে মাঠে নেমে দুর্দান্ত হ্যাটট্রিকসহ একাই চার গোল করে পিএসজিকে ৮-০ গোলের দাপুটে জয় উপহার দেন। প্রথমবারের মতো পিএসজির হয়ে ম্যাচে চার গোল করলেও বিতর্কিত হয়েছিলেন নেইমার। কেননা তিনি এডিনসন কাভানিকে পেনাল্টি শট নিতে দেননি। যে কারণে কাভানির পিএসজির হয়ে সর্বোচ্চ গোলাদাতার রেকর্ডটি এককভাবে হয়নি। মেসির ছায়া থেকে বেরিয়ে আসতে বার্সিলোনা থেকে পিএসজিতে এসেছেন নেইমার। সেখানে গিয়ে এখন পর্যন্ত খুব বেশি সুবিধা করে উঠতে পারেননি। ১৯৯ মিলিয়ন ইউরোর বিশ্বরেকর্ডে প্যারিসে পাড়ি দেয়ার পর খুব বেশি ইতিবাচক পরিবর্তন আসেনি নেইমারের ক্যারিয়ারে। বরং প্যারিস সেইন্ট জার্মেইনে যাওয়ার পরপরই এডিনসন কাভানির সঙ্গে অন্তর্কোন্দলে জড়িয়ে বেশ সমালোচিত হয়েছেন। এখন আবার যোগ হয়েছে মড়ার ওপর খাঁড়ার ঘা। বার্সিলোনার সঙ্গে চুক্তি ভঙ্গের শাস্তি হিসেবে ১০০ মিলিয়ন ইউরো গুনতে হবে। ২০১৩ সালে বার্সিলোনায় যোগ দেয়ার পর ক্লাবটির সভাপতি জোসেফ মারিয়া বার্টোমেউ নিশ্চয়তা প্রদান করেন যে, আগামী পাঁচ বছরের মধ্যে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ১০০ মিলিয়ন ইউরো আয় করবেন। পাশাপাশি চুক্তিতে এটাও উল্লেখ ছিল, যদি তিনি চুক্তির শর্ত ভঙ্গ করেন তবে তাকে ক্ষতিপূরণ দিতে হবে।
×