ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পরিবেশ দূষণ

সাত কারখানা ও ৪ ইটভাঁটিকে জরিমানা

প্রকাশিত: ০৫:৫৩, ৭ ফেব্রুয়ারি ২০১৮

সাত কারখানা ও ৪ ইটভাঁটিকে জরিমানা

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ পরিবেশ ও অবস্থানগত ছাড়পত্র গ্রহণ ও ইটিপি ব্যতীত কারখানা পরিচালনা করে এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর দূষিত তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় সরাসরি পরিবেশে নির্গমণ করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় রবিবার গাজীপুরের চারটিসহ তিনটি জেলার ৭টি কারখানা এবং ৪ টি ইটভাঁটিসহ ১১ টি প্রতিষ্ঠানকে মোট ২৫ লাখ ৮৬ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করে জরিমানা করেছে পরিবেশ অধিদফতরের এনফোর্সমেন্ট উইং। পরিবেশ অধিদফতর ঢাকা সদর দফতরের সহকারী পরিচালক মোঃ মোজাহিদুর রহমান জানান, পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার পরিবেশ অধিদফতরের পরিচালক (মনিটরিং এ্যান্ড এনফোর্সমেন্ট) পরিবেশ দূষণের দায়ে গাজীপুর জেলার ৪টি, মুন্সীগঞ্জের ২টি ও ঢাকা জেলার ১টিসহ মোট ৭টি কারখানা এবং টাঙ্গাইল জেলার ৪টি ইটভাঁটির মালিক/প্রতিনিধিকে পরিবেশ অধিদফতরের ঢাকা সদর দফতরে এনফোর্সমেন্ট উইংয়ে তলব করে শুনানি গ্রহণ করেন। শুনানি শেষে পরিবেশগত ও অবস্থানগত ছাড়পত্র গ্রহণ ও ইটিপি ব্যতীত কারখানা/ জেনারেটর স্থাপন ও পরিচালনা করে এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর দূষিত/নির্ধারিত মানমাত্রা বহির্ভূত তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় সরাসরি পরিবেশে নির্গমণ করে জনজীবন এবং পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় গাজীপুরের লুজিন ফ্যাশন লিমিটেডকে সাড়ে ৪ লাখ টাকা, ট্রেড ইঞ্জিনিয়ারিংকে দুই লাখ টাকা, ওমকার টেক্সটাইলকে ৬৫ হাজার ৫৬ টাকা ও জেনট্রি ফার্মাসিউটিক্যালসকে ১ হাজার ২৫৮ টাকা, মুন্সীগঞ্জের মেসার্স বিসমিল্লাহ বোর্ড মিলসকে ৩ লাখ ৮৩ হাজার ৫৮৪ টাকা ও একতা ফাইবার ইন্ডাস্ট্রিজকে ১ লাখ টাকা, ঢাকা মহানগরের তেজগাঁও এলাকার ট্রান্সফর্ম ওয়াশিং এ্যান্ড স্যান্ড ব্লাস্টিংকে ১ লাখ ৮৬ হাজার ২৪০ টাকা, টাঙ্গাইল জেলার মেসার্স মুন ব্রিকসকে ৩ লাখ টাকা, মেসার্স একতা ব্রিকসকে ৩ লাখ টাকা, মেসার্স কৃষক ব্রিকসকে ৩ লাখ টাকা ও মেসার্স কে এম আর ব্রিকসকে ৩ লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়। এর আগে মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে মনিটরিং এ্যান্ড এনফোর্সমেন্ট টিম ওইসব কারখানাসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করে।
×