ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চার বাস টার্মিনালে ২০ হাজার শ্রমিক অবস্থান নেবে রায়ের দিন

প্রকাশিত: ০৫:৪৪, ৭ ফেব্রুয়ারি ২০১৮

চার বাস টার্মিনালে ২০ হাজার শ্রমিক অবস্থান নেবে রায়ের দিন

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রায়ের দিন নাশকতা এড়াতে রাজধানীর চারটি (গুলিস্তান, মহাখালী, ফুলবাড়িয়া ও সায়েদাবাদ) বাস টার্মিনালে প্রায় ২০ হাজার পরিবহন মালিক-শ্রমিক অবস্থান নেবেন। সেই সঙ্গে রাজনৈতিক কর্মসূচীর নামে পরিবহনে নাশকতার চেষ্টা করা হলে তা প্রতিহত করারও ঘোষণা দিয়েছেন মালিক শ্রমিকরা। মঙ্গলবার রাজধানীর রাজউক এভিনিউয়ে বিআরটিসি ভবনের ঢাকা পরিবহন মালিক সমিতির উদ্যোগে মালিক-শ্রমিক যৌথ সভায় এ সিদ্ধান্তের কথা জানান ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। সমিতির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ অংশ নেন। এদিকে রাজনৈতিক কর্মসূচীর নামে বিএনপি-জামায়াত কর্মীদের নাশকতা ঠেকাতে দেশের সকল জেলা পরিবহন মালিক শ্রমিকদের আজ বুধবারের মধ্যে সমন্বয় বৈঠক করারও নির্দেশ দেয়া হয়েছে। বৈঠকে খন্দকার এনায়েত উল্যাহ আট ফেব্রুয়ারি বাস চলাচল স্বাভাবিক থাকবে জানিয়ে বলেন, মামলার রায়কে কেন্দ্র করে বিএনপি নেতারা হুমকি দিচ্ছেন। এ জন্য আমাদের এমন সিদ্ধান্ত। নিজেদের বাস নিরাপদ রাখার জন্য এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। খন্দকার এনায়েত উল্যাহ বলেন, রায়ের পর যদি বিএনপি হরতালের ঘোষণা দেয়, তবুও বাস স্বাভাবিকভাবে চলাচল করবে। বাস চলাচল বন্ধ হবে না। এমন কী দূরপাল্লার বাসও চলাচল করবে যাত্রী পাওয়া সাপেক্ষে। বাস পোড়ানোর নাশকতা থেকে নিজেদের বাস রক্ষা করার জন্য প্রতিটি বাসে দুই বালতি বালু রাখার নির্দেশ দিয়ে বাস মালিক-কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, যত্রতত্র বাস রাখা থেকেও বিরত থাকবেন। সেইসঙ্গে অগ্নি নির্বাপনের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিতে মালিক শ্রমিকদের প্রতি আহ্বান জানান নেতারা। মালিক-শ্রমিক যৌথ সভায় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ, মহাখালী, সায়েদাবাদ, ফুলবাড়িয়া, গুলিস্তান পরিবহন শ্রমিক-মালিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
×