ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চীনে আটক সুইডিশ নাগরিকের মুক্তি দাবি

প্রকাশিত: ০৩:৪৮, ৭ ফেব্রুয়ারি ২০১৮

চীনে আটক সুইডিশ নাগরিকের মুক্তি দাবি

হংকংয়ের পুস্তক প্রকাশক গুই মিনহাইকে অন্যায়ভাবে আটক রাখার নিন্দা এবং মুক্তি দাবি করেছেন সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী। গুই এক ট্যাবলয়েড পত্রিকায় কমিউনিস্ট পার্টির নেতাদের ওপর একটি নিবন্ধ লিখে বেজিং কর্তৃপক্ষের বিরাগভাজন হন। খবর গার্ডিয়ান অনলাইনের। চীনে জন্মগ্রহণকারী সুইডিশ নাগরিক গুই মিনহাইকে সাদা পোশাকে পুলিশ ২০ জানুয়ারি এক ট্রেন থেকে আটক করে। তখন তার সঙ্গে ছিলেন ২ সুইডিশ কূটনৈতিক। তার সমর্থকরা বলেছেন, তিনি চিকিৎসা গ্রহণের জন্য রাজধানী বেজিং যাচ্ছিলেন। তিনি এর আগে চীনের পূর্বাঞ্চলে দু বছরের অধিকাংশ সময় কারাবন্দী ছিলেন। সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মার্গেট ওয়ালস্টর্ম এক বিবৃতিতে বলেছেন, চীনে সুইডিশ নাগরিক গুই মিনহাইয়ের অব্যাহত আটকাবস্থা অত্যন্ত মারাত্মক বিষয়। ওয়াল-স্টর্ম গুই ও ২ কূটনীতিকের বিরুদ্ধে এ পদক্ষেপকে বর্বর হস্তক্ষেপ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, চীনের এ পদক্ষেপ কূটনীতিক সংক্রান্ত মৌলিক আন্তর্জাতিক নিয়মবিধির লঙ্ঘন। তিনি বলেন, আমরা আমাদের নাগরিকদের সুইডিশ কূটনীতিক ও মেডিক্যাল স্টাফের সঙ্গে সাক্ষাতের সুযোগ এবং তাকে মুক্তি দেয়ার দাবি জানাচ্ছি যাতে তিনি তার মেয়ে ও পরিবারের সঙ্গে মিলিত হতে পারেন।
×