ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চাঁদের জাদুঘর!

প্রকাশিত: ০৭:২১, ৬ ফেব্রুয়ারি ২০১৮

চাঁদের জাদুঘর!

ব্রিটিশ সঙ্গীতশিল্পী লিউক জেরাম ২০১৬ সালে নাসার ছবি ব্যবহার করে বিশ্বে প্রথম চাঁদের জাদুঘর তৈরি করেন। যেখানে তিনি চাঁদের অবিকল প্রতিরূপ বানান। ফাইবার ও কম্পোজিট মেটিরিয়াল দিয়ে তৈরি চাঁদটির ওজন ১৪০ কিলোগ্রাম। কল্পনা ও বিজ্ঞানের মেলবন্ধন এই চাঁদ। কলকাতার ভিক্টোরিয়া পার্কে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি প্রদর্শনীর জন্য রাখা হবে চাঁদের জাদুঘর। -ইন্টারনেট বিল পরিশোধ করতে... চীনের গুয়াডং প্রদেশের শেনঝেনের এক মা তার মেয়ের হাসপাতালের বিল পরিশোধ করতে নিজের মাতৃদুগ্ধ বিক্রি করার ঘোষণা দিয়ে রাস্তায় ব্যানার টানিয়েছেন। এমনই এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম সিনা ওয়েবোতে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ২৪ লাখেরও বেশি লোক দেখেছেন। ওই নারী ও তার স্বামী জানিয়েছেন, তাদের এক সন্তান হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি। এ জন্য তাদের হাসপাতালের বিল পরিশোধ করতে অন্তত একলাখ ইউয়ান দরকার। -বিবিসি
×