ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী বরিশালে সেনানিবাসসহ ৭৪ প্রকল্প উদ্বোধন করবেন

প্রকাশিত: ০৬:৫৭, ৬ ফেব্রুয়ারি ২০১৮

প্রধানমন্ত্রী বরিশালে সেনানিবাসসহ ৭৪ প্রকল্প উদ্বোধন করবেন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বরিশাল সফরকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি নগরীর বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর সফরে উদ্বোধন ও ভিত্তিপ্রস্তরের অপেক্ষমান প্রকল্পের তালিকা বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। এর মধ্যে এ পর্যন্ত ৩৯টি উদ্বোধনযোগ্য ও ৩৫টি ভিত্তিপ্রস্তর স্থাপনযোগ্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প রয়েছে। বরিশালের জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। সূত্রমতে, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষা এবং বহিঃশত্রুর আক্রমণ প্রতিহতসহ দক্ষিণাঞ্চলের ২১টি জেলার সম্ভাব্য যেকোন প্রাকৃতিক দুর্যোগ দ্রুত মোকাবেলা করতে পায়রা নদীর লেবুখালী তীরে সরকার ঘোষিত ‘ফোর্সেস গোল ২০৩০’ এর আওতায় আন্তর্জাতিকমানের সেনাবাহিনী গড়ে তুলতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ ৩১তম নতুন ‘শেখ হাসিনা সেনানিবাস’ এর ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া উদ্বোধনযোগ্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলোর মধ্যে রয়েছে-বরিশাল বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর একাডেমিক ভবন, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল একাডেমিক ভবন, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত কেন্দ্রীয় লাইব্রেরি, বঙ্গবন্ধু হল, শেখ হাসিনা হল ও শেরে বাংলা হল। বরিশাল গণপূর্ত বিভাগের আওতাধীন সরকারী শিশু পরিবার বালিকা (দক্ষিণ) বরিশালের নিবাসীদের নবনির্মিত ডরমিটরি ভবন, বরিশাল সদরে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের আধুনিকায়ন ও শক্তিশালীকরণ শীর্ষক ভবন নির্মাণ প্রকল্প, বরিশাল বিভাগীয় ও জেলা শিল্পকলা একাডেমি নির্মাণ প্রকল্প, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, বাবুগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন (বি-টাইপ), মেহেন্দিগঞ্জ থানা কমপ্লেক্স ভবন।
×