ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ক্রিস গেইলের ধর্ম পরিবর্তন নিয়ে গুঞ্জন!

প্রকাশিত: ০৬:৪৫, ৬ ফেব্রুয়ারি ২০১৮

ক্রিস গেইলের ধর্ম পরিবর্তন নিয়ে গুঞ্জন!

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেটাঙ্গণে ধীরে ধীরে চাহিদা ফুরিয়ে যাচ্ছে ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইলের। যার প্রমাণ একাদশ আইপিএলের নিলাম। প্রথম দিন কোন দলই পাননি গেইল। দ্বিতীয় দিন তৃতীয়বারের ডাকে গেইলকে মাত্র ২ কোটি রুপীর ভিত্তিমূল্যে কিনে নিয়েছে প্রীতি জিনতার মালিকানাধীন কিংস ইলেভেন পাঞ্জাব। এবার নতুন এক ঘটনায় আলোচনায় আসলেন তিনি। আলোচনার পেছনে অবদান গেইলের একটি ছবির। গত ৩ ফেব্রুয়ারি সোশ্যাল সাইটে এই ছবিটি তিনি পোস্ট করেন। ক্যাপশনে লেখা ছিল ‘ব্লেসড লাভ’। ছবিটিতে গেইলকে যে পোশাক পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে, তা অনেকটা মুসলিম ধর্মালম্বীদের জোব্বার সঙ্গে মিলে যায়। মাথার টুপিটাও একইরকম। একটি দরজার সামনে এই পোশাক পরে গেইল দুই হাত দিয়ে ভালবাসা বোঝাতে হার্টের চিহ্ন তৈরি করেছেন। ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরপরই ভাইরাল হয়ে যায়। অনেকে সাইটই নিউজ করতে থাকে, ক্যারিবিয়ান দানব ইসলাম ধর্ম গ্রহণ করেছেন! অনেকে তার সোশ্যাল সাইটের নাম পরিবর্তন করে ‘মোহাম্মদ গেইল’ রাখার কথাও বলেছেন। তবে গেইলের ধর্ম পরিবর্তনের কোন সত্যতা কিংবা সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। সোশ্যাল এ্যাকাউন্টে নিজের নামেরও কোন পরিবর্তন আননেনি ‘ইউনিভার্স বস’। তুখোড় তারকা গেইল এমনিতে মজার মানুষ, কিন্তু এমন ছবির পেছনের কারণটা পরিষ্কার নয়। তৃতীয় বিভাগ ফুটবল লীগের ফল স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে চলমান ‘সাইফ পাওয়ার ব্যাটারি তৃতীয় বিভাগ ফুটবল লীগ’-এ সোমবারের খেলায় উত্তরা ফ্রেন্ডস ক্লাব ৩-০ গোলে গভ. প্রিন্টিং প্রেস এস এ্যান্ড আরসিকে এবং অপর ম্যাচে কদমতলা সংসদ ২-১ গোলে আরাফ স্পোর্টিং ক্লাব গুলবাগকে হারায়।
×