ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পরীক্ষাভীতি কমানোর বই!

প্রকাশিত: ০৪:২৩, ৫ ফেব্রুয়ারি ২০১৮

পরীক্ষাভীতি কমানোর বই!

শিক্ষার্থীদের পরীক্ষাভীতি কমাতে এক্সাম ওয়ারিয়রস নামে বই লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এতে ২৫টি মন্ত্রে শিক্ষার্থীদের তিনি পরীক্ষা হল উৎসব, উদযাপনের বিষয় ভয়ের নয় বলে জানিয়েছেন। মোদি লিখেছেন, এই বই সেই সব শিক্ষার্থীর জন্য যারা পরীক্ষায় বসতে যাচ্ছে। শনিবার পেঙ্গুইন র‌্যান্ডম হাউস থেকে বইটি প্রকাশিত হয়েছে। বইটিতে ১৯২টি পৃষ্ঠা রয়েছে। আরও আছে রঙিন ছবি। বইটির মোড়ক উন্মোচন করেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও পরিবেশমন্ত্রী প্রকাশ জাভাদেকার। -এনডিটিভি
×