ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন ॥ সানোফির অস্বীকার

ফিলিপিন্সে ডেঙ্গুর টিকা নেয়া তিন শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৩:৫০, ৪ ফেব্রুয়ারি ২০১৮

ফিলিপিন্সে ডেঙ্গুর টিকা নেয়া তিন শিশুর মৃত্যু

ফিলিপিন্সে ডেঙ্গুর টিকা ‘ডেংভ্যাক্সিয়া’ নেয়ার কারণে তিন শিশুর মৃত্যুর খবর জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। শুক্রবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক তদন্ত প্রতিবেদনে এ কথা জানা যায়। খবর চ্যানেল নিউজ এশিয়া ও ভয়েস অব আমেরিকার। ফরাসী ওষুধ কোম্পানি সানোফি বিশ্বে প্রথম ডেঙ্গুজ্বরের টিকা ‘ডেংভ্যাক্সিয়া’ তৈরি করে। দুই দশক ধরে ডেঙ্গুজ্বরের টিকার উন্নয়নে কাজ করছে বলেও জানিয়েছিল তারা। ২০১৫ সালের ডিসেম্বরে মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় প্রথম দেশটিতে পরীক্ষামূলকভাবে ‘ডেংভ্যাক্সিয়া’ ব্যবহারের অনুমতি দেয়। ফিলিপিন্সে ২০১৬ সালে আট লাখ স্কুলপড়ুয়া শিশুকে ডেঙ্গুর টিকা দেয়া হয়। গত বছরের নবেম্বরে সানোফি কর্তৃপক্ষ জানায়, ডেংভ্যাক্সিয়া গ্রহণের ফলে যারা কখনই ডেঙ্গুজ্বরে আক্রান্ত হননি তাদের গুরুতর অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি বেড়ে যেতে পারে। কোম্পানির পক্ষ থেকে ইমেইলে এক বিবৃতিতে বলা হয়, যেসব পরিবার তাদের সন্তান হারিয়েছে তাদের জন্য আমাদের সমবেদনা রইল। সানোফি কর্তৃপক্ষ এই টিকার মাধ্যমে ফিলিপিন্সসহ বিশ্বজুড়ে ডেঙ্গুজ্বরে আক্রান্ত কোটি কোটি মানুষের কষ্ট কমাতে বা শেষ করতে চেয়েছিল। সানোফির এই ঘোষণার পর ফিলিপিন্সে তোলপাড় শুরু হয়ে যায়। নবেম্বরেই ফিলিপিন্সের স্বাস্থ্য মন্ত্রণালয় ডেঙ্গুর টিকা দেয়া বন্ধ করে দেয়। পাশাপাশি তারা দশ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে। ওই কমিটিকে দেশটিতে ডেঙ্গুর টিকা গ্রহণের পর মারা যাওয়া ১৪ শিশুর মৃত্যুর পেছনে ডেংভ্যাক্সিয়া সরাসরি যুক্ত কিনা তা তদন্ত করে দেখতে বলে। শুক্রবার সংবাদ সম্মেলন করে বিশেষজ্ঞ কমিটির তদন্ত প্রতিবেদনে তিনটি শিশুর মৃত্যুর সঙ্গে ডেঙ্গু টিকা গ্রহণের সরাসরি সম্পর্ক পাওয়ার কথা বলা হয়। কমিটির পক্ষ থেকে জানান হয়, তিনটি শিশুর মৃত্যুতে ডেংভ্যাক্সিনের কার্যকর প্রভাব পাওয়া গেছে। টিকা গ্রহণের পরও তাদের ডেঙ্গু হয়েছে। তাদের মধ্যে দুইজন শিশুর টিকা কাজ না করায় মারা গেছে। যদিও শনিবার সানোফির পক্ষ থেকে বলা হয়, ইউপি-পিজিএইচের অনুসন্ধানে ফিলিপিন্সে মারা যাওয়া ১৪ শিশু মৃত্যুর সঙ্গে ডেংভ্যাক্সিয়ার সরাসরি সম্পর্কের প্রমাণ পাওয়া যায়নি। মশাবাহিত রোগ ডেঙ্গু বিশ্বে সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়া সংক্রামক ব্যাধি।
×