ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্রেক্সিটের ভয় দেখিয়ে দক্ষ ব্রিটিশ ব্যাংকারদের প্রলুব্ধ করছে ফ্রান্স

প্রকাশিত: ০৬:৩৫, ২ ফেব্রুয়ারি ২০১৮

ব্রেক্সিটের ভয় দেখিয়ে দক্ষ ব্রিটিশ ব্যাংকারদের প্রলুব্ধ করছে ফ্রান্স

ব্রেক্সিট কার্যকর হওয়ার পর লন্ডনে ব্যাংক কর্মকর্তাদের প্যারিসে প্রতিষ্ঠায় প্রলুব্ধ করার জন্য ফরাসী ভাষা শিক্ষা দেয়ার প্রস্তাব দেয়া হবে। খবর এক্সপ্রেস ও ইভনিং স্ট্যান্ডার্ড অনলাইনের। যুক্তরাজ্যভিত্তিক কেবল অর্থনৈতিক খাত থেকে প্রায় ২ হাজার ৫শ’ নির্বাহী কর্মকর্তাকে আগামী মাসগুলোতে প্যারিসে প্রতিষ্ঠা করা হবে। ব্রেক্সিটের পর ফ্রান্স যুক্তরাজ্যের রাজধানীতে অর্থনৈতিক খাতের শ্রমিকদের প্রলুব্ধ করার প্রত্যাশায় প্যারিস আন্তর্জাতিক ছাত্রদের জন্য লভ্যস্থানে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও বৃদ্ধি করবে এবং ফরাসী ইংরেজী ভাষী হটলাইন প্রতিষ্ঠা করবে। ১৪ দফা পরিকল্পনার অংশ হিসেবে বিষয়টা এ সপ্তাহে অনুমোদন করেন ফরাসী প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ্পি। এইচএমবিসিও মরগ্যান স্টেনলিতে লাইকম দেন এরকম ১০ হাজার যুক্তরাজ্য নির্বাহী ২০১৯ সালের মার্চে ব্রেক্সিটের চূড়ান্ত তারিখের পর ফরাসী রাজধানীতে প্রতিষ্ঠা পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন এর মধ্যেই। দীর্ঘ মেয়াদে এ প্রতিষ্ঠা ৭৫ হাজারে উন্নীত করা হবে।
×