ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিমানযাত্রীর মোবাইল থেকে সোনার বার উদ্ধার

প্রকাশিত: ০৬:০৯, ২৮ জানুয়ারি ২০১৮

বিমানযাত্রীর মোবাইল থেকে সোনার বার উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ এবার বিমানের এক যাত্রীর মোবাইল ফোনের ভেতর থেকে সোনার বার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা। শনিবার শাহজালাল বিমানবন্দরে ওই যাত্রীর দুটি মোবাইল ফোনের ভেতর থেকে ১১৬০ গ্রাম (১০টি বার) সোনা পাওয়ার পর তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক মইনুল খান। গ্রেফতার ব্যক্তির নাম নিয়ে বিভ্রাট দেখা দিয়েছে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার নাম মোহাম্মাদ আবু তাহের, বয়স : ৪৩, বাড়ি সাতকানিয়া, চট্টগ্রাম। কিন্তু তার বোর্ডিং পাস মোহাম্মাদ আব্দুর রহিম নামে। তিনি চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছিলেন। শুল্ক গোয়েন্দা মহাপরিচালক মইনুল খান বলেন, শুল্ক গোয়েন্দারা দুপুরে ওই যাত্রীর দুটি মোবাইল ফোনের ভেতরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় সোনার বারগুলো আটক করেছে। আটক সোনার মোট ওজন ১১৬০ গ্রাম। যাত্রী ডোমেস্টিক আগমনী পয়েন্টে পার হওয়ার পরে তাকে জিজ্ঞাসাকালে এই সোনার বারগুলো আটক করা হয়। বিমানের ফ্লাইটটি মাস্কাট থেকে চট্টগ্রাম হয়ে সকালে ঢাকায় আসে। ধারণা করা হচ্ছে, আকাশ পথে মাস্কাট থেকে আগত কোন যাত্রীর কাছ থেকে এই স্বর্ণ পেয়েছেন এই ব্যক্তি। লাথি দিয়ে বাইক ফেলে দিয়ে ছিনতাইকারী পাকড়াও স্টাফ রিপোর্টার ॥ ছিনতাই করে পালানোর সময় এক ব্যবসায়ী লাথি দিয়ে মোটরসাইকেল ফেলে দিয়ে এক ছিনতাইকারী আটকের ঘটনা ঘটেছে। উদ্ধার হয়েছে ছিনতাই হওয়া ৪২ লাখ টাকা। শনিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে গুলিস্তান মুক্তমঞ্চের কাছে ঘটনাটি ঘটে। শাহবাগ মডেল থানার ওসি আবুল হাসান জানান, দুই ব্যবসায়ী ইসলামপুর থেকে টাকা নিয়ে রিক্সায় করে পল্টন যাচ্ছিলেন। মুক্তমঞ্চের সামনে তিনটি মোটরসাইকেলে কয়েক ছিনতাইকারী রিক্সার গতিরোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। ছিনতাইকারী পালানোর সময় এক ব্যবসায়ী রিক্সায় বসেই লাথি দিলে মোটরসাইকেলে থাকা এক ছিনতাইকারী টাকার ব্যাগসহ মাটিতে পড়ে যায়। অপর ছিনতাইকারী পালিয়ে গেলেও ফারুক নামে এক ছিনতাইকারী জনতার হাতে আটক হয়।
×