ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মোঃ মাসুদ খান

এসএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:৪৪, ২৫ জানুয়ারি ২০১৮

এসএসসি পরীক্ষার প্রস্তুতি

বিষয় ॥ পদার্থবিজ্ঞান অধ্যায় - ৪ ॥ কাজ, ক্ষমতা ও শক্তি প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল এন্ড কলেজ ডেমরা, ঢাকা। সধংযঁফ.শযধহ.ফঢ়ংপ@মসধরষ.পড়স জ্ঞানমূলক প্রশ্নোত্তর ৬৬। বাতি জ¦লতে থাকলে শক্তির রূপান্তর কিরূপ হয়? উত্তর : বিদ্যুৎশক্তি তাপ ও আলোক শক্তিতে ৬৭। দুটি ভিন্ন ধাতব পদার্থের সংযোগস্থলে তাপ প্রয়োগ করলে তাপশক্তি কোন শক্তিতে রূপান্তর হয়? উত্তর : তড়িৎ শক্তিতে ৬৮। পাওয়ার স্টেশনে কয়লা ও প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে রাসায়নিক শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করা হয়? উত্তর : তাপশক্তি ৬৯। ১ অশ^ক্ষমতা (ঐচ) = কত ওয়াট? উত্তর : ৭৪৬ ওয়াট ৭০। ক্ষমতার একককে কী বলে? উত্তর : ওয়াট ৭১। এক - ওয়াট ঘণ্টা = কত জুল? উত্তর : ৩৬০০ ঔ ৭২। এক কিলোওয়াট - ঘণ্টা = কত জুল? উত্তর : ৩.৬ ঢ ১০৬ ঔ ৭৩। পেট্রোল, পাকা রাস্তার উপর দেয়া পিচ, কেরোসিন পাওয়া যায় কী নিষ্কাশনের ফলে? উত্তর : পেট্রোলিয়াম ৭৪। কোন শক্তির বদৌলতে আমরা চলাফেরা করি? উত্তর : যান্ত্রিক শক্তির ৭৫। ইঞ্জিনের কর্মদক্ষতা কিসে প্রকাশ করা হয়? উত্তর : শতকরায় ৭৬। এক - ওয়াট কী? উত্তর : এক সেকেন্ডে এক জুল কাজ করার ক্ষমতাকে এক - ওয়াট বলে। ৭৭। জলবিদ্যুৎ কী? উত্তর : পানির প্রবাহ বা ¯্রােতকে কাজে লাগিয়ে যে তড়িৎ বা বিদ্যুৎ উৎপন্ন করা হয় তাকে জলবিদ্যুৎ বলে। ৭৮। অনবায়নযোগ্য শক্তি কাকে বলে? উত্তর : যে সমস্ত শক্তি নতুনভাবে সৃষ্টি করা যায় না তাদেরকে অনবায়নযোগ্য শক্তি বলে। ৭৯। সৌরশক্তি কী? উত্তর : সূর্য থেকে যে শক্তি পাওয়া যায় তাকে সৌরশক্তি বলে। ৮০। জুল কাকে বলে? উত্তর : কোনো বস্তুর উপর এক নিউটন বল প্রয়োগের ফলে যদি বস্তুটির বলের দিকে এক মিটার সরণ হয় তবে সম্পন্ন কাজের পরিমাণকে এক জুল বলে। ৮১। লোহাকে চুম্বকে রূপান্তরিত করলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর : চৌম্বক শক্তি তাপশক্তিতে ৮২। নিউক্লিয় শক্তি কিসের ফলে সৃষ্টি হয়? উত্তর : পরমাণুর বিভাজনের ফলে ৮৩। একটি বস্তু উঁচু স্থান থেকে ভূমিতে আঘাত করার মুহূর্তে বিভবশক্তি কী হয়? উত্তর : শূন্য হয় ৮৪। ১ বা কত জুলের সমান? উত্তর : ১.৬ ঢ ১০-১৯ ঔ ৮৫। ক্ষমতা কাকে বলে? উত্তর : কাজ করার বা শক্তির রূপান্তরের হারকে ক্ষমতা বলে। ৮৬। শক্তি কী ধরনের রাশি? উত্তর : স্কেলার রাশি ৮৭। বলের দ্বারা কাজ কাকে বলে? উত্তর : যদি বল প্রয়োগের ফলে বস্তু বলের দিকে সরে যায় তাহলে সেই কাজকে বলের দ্বারা কাজ বলে। ৮৮। বলের বিরুদ্ধে কাজ কাকে বলে? উত্তর : যদি বল প্রয়োগের ফলে বস্তু বলের বিপরীত দিকে সরে যায় তাহলে সেই কাজকে বলের বিরুদ্ধে কাজ বলে। ৮৯। বিভবশক্তি কাকে বলে? উত্তর : স্বাভাবিক অবস্থা পরিবর্তন করে অন্য কোনো অবস্থায় আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিভবশক্তি বলে। ৯০। কর্মদক্ষতা কাকে বলে? উত্তর : কোনো ইঞ্জিন হতে লভ্য কার্যকর শক্তি এবং মোট প্রদত্ত শক্তির অনুপাতকে কর্মদক্ষতা বলে। ৯১। লভ্য কার্যকর শক্তি কী? উত্তর : ইঞ্জিন থেকে যে পরিমাণ শক্তি পাওয়া যায় তাকে লভ্য কার্যকর শক্তি বলে। ৯২। নিউক্লীয় ফিশন কী? উত্তর : যে বিশেষ ধরনের নিউক্লিয বিক্রিয়ায় একটি ভারী নিউক্লিয়াস সমান সংখ্যাবিশিষ্ট দুটি নিউক্লিয়াসে বিভক্ত বা বিভাজিত হয় তাকে বলা হয় নিউক্লিয় ফিশন। ৯৩। যান্ত্রিক শক্তি কাকে বলে? উত্তর : কোনো বস্তুর অবস্থান বা গতির কারণে তার মধ্যে যে শক্তি নিহিত থাকে তাকে যান্ত্রিক শক্তি বলে। ৯৪। সৌর চুল্লি কী? উত্তর :সূর্য কিরণকে ধাতব চাকতির সাহায্যে প্রতিফলিত করে যে চুল্লি তৈরি করা হয় তাকে সৌর চুল্লি বলে। ৯৫। ম্যাগমা কাকে বলে? উত্তর : ভূ-অভ্যন্তরের গলিত শিলাকে ম্যাগমা বলে। ৯৬। ভূ-তাপীয় শক্তি কী? উত্তর : ভূ-অভ্যন্তরের তাপকে কাজে লাগিয়ে যে শক্তি উৎপাদন করা হয় তাকে ভূ-তাপীয় শক্তি বলে। ৯৭। ফিশন বিক্রিয়া কাকে বলে? উত্তর : যে নিউক্লিয় বিক্রিয়ায় ভারী মৌলের নিউক্লিয়াস ভেঙ্গে একাধিক হালকা মৌলের নিউক্লিয়াসে পরিণত হয় এবং প্রচুর শক্তি নির্গত হয় সেই বিক্রিয়াকে নিউক্লিয় ফিশন বা ফিশন বিক্রিয়া বলে। ৯৮। অশ^ক্ষমতা কী? উত্তর : কোনো ইঞ্জিনের প্রতি সেকেন্ডে ৭৪৬ ওয়াট কাজ করার ক্ষমতাকে ঐ ইঞ্জিনের ১ অশ^ক্ষমতা বলে। ৯৯। শক্তির সংরক্ষণশীলতা নীতি বিবৃত কর। উত্তর : শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শক্তি কেবল একরূপ থেকে অপর এক বা একাধিক রূপে পরিবর্তিত হতে পারে। মহাবিশে^র মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়। ১০০। তড়িৎ মোটর তড়িৎ শক্তিকে কোন শক্তিতে রূপান্তর করে? উত্তর : যান্ত্রিক শক্তিতে ১০১। বলের একককে দূরত্বের একক দিয়ে গুণ করলে কোনটির একক পাওয়া যায়? উত্তর : কাজের ১০২। মেঝে হতে ডাস্টার উপরে উঠানো হলে কোন বলের বিরুদ্ধে কাজ করা হয়? উত্তর : অভিকর্ষ বল ১০৩। মহাবিশে^ নানারূপে বিরাজিত শক্তির কয়টি রূপ আমরা পর্যবেক্ষণ করি? উত্তর : ৯টি ১০৪। বস্তু যত নিচে পড়তে থাকে তার বিভব শক্তির পরিবর্তন কীরূপ হয়? উত্তর : কমতে থাকে (সমাপ্ত)
×