ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:৩৪, ২৫ জানুয়ারি ২০১৮

টুকরো খবর

দুর্বৃত্তের আগুনে ভস্মীভূত ট্রাক নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ২৪ জানুয়ারি ॥ বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের মনকিচর প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি মিনি ট্রাকে পেট্রোল ঢেলে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। জানা যায়, মঙ্গলবার রাত ২টার দিকে একদল দুর্বৃত্ত শীলকূপ ইউপির মনকিরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে রাখা মিনি ট্রাকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুন দেয়ার সঙ্গে সঙ্গে পুরো গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। পুলিশ কর্মকর্তার আত্মহত্যা স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর দামপাড়া এলাকায় পুলিশ লাইনে নিজ কক্ষ হতে এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে কালেঞ্জয় চাকমা (৩৮) নামের এ কর্মকর্তার দেহটি উদ্ধার করে পুলিশ। তিনি পুলিশ লাইনের সশস্ত্র শাখার এএসআই হিসেবে কর্মরত ছিলেন। পুলিশের এএসআই কালেঞ্জয় চাকমার লাশটি ছিল ঘরের সিলিং ফ্যানের সঙ্গে নাইলন দড়িতে ঝুলন্ত অবস্থায়। বালু উত্তোলন বন্ধে ঝাড়ু মিছিল নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২৪ জানুয়ারি ॥ ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছে লাখিরচর সরকারী আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। বুধবার দুপুরে আশ্রয়ন প্রকল্পের শতাধিক নারী-পুরুষ ঝাড়ু মিছিল করে প্রকল্প সংলগ্ন নদী থেকে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন বন্ধের দাবি জানান। আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা জানান, প্রকল্প সংলগ্ন নদী থেকে বালু উত্তোলনের ফলে বর্ষা মৌসুমে আশ্রয়ণ প্রকল্পে ভাঙ্গন দেখা দেয়। কয়েক বছর ধরে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করায় ঝুঁকির মুখে রয়েছে আশ্রয়ণ প্রকল্পটি। ইতোমধ্যে ১৬০টি ঘরের মধ্যে ৮৫টি ঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সন্ত্রাসী হামলায় দুই সাংবাদিক আহত স্টাফ রিপোর্টার, যশোর/স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ বেনাপোলে সন্ত্রাসীদের হামলায় দুই সাংবাদিক আহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের যশোর প্রতিনিধি জিয়াউল হক ও ক্যামেরাপার্সন শরীফ হোসেন। তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত জিয়াউল হকের অবস্থা গুরুতর ।জিয়াউল হক জানান, বুধবার বেলা ১১টার দিকে বেনাপোল কাস্টমসের সামনে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করছিল। আমি ক্যামেরাপার্সন শরীফ মিছিলের ফুটেজ নিচ্ছিল। এ সময় স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের অনুসারী সন্ত্রাসীরা স্লোগান দিয়ে শরীফের ওপর হামলা চালায়।
×