ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

প্রতিপক্ষ পিটিয়ে দুই হাত ভেঙ্গে দিল যুবকের

প্রকাশিত: ০৬:২৯, ২৫ জানুয়ারি ২০১৮

প্রতিপক্ষ পিটিয়ে দুই হাত ভেঙ্গে দিল যুবকের

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ কথিত অভিযোগে একই গ্রামের দুই যুবককে বেধড়ক পিটুনি দিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। তাদের হামলায় রনি নামের এক যুবকের দুই হাত ভেঙ্গে গেছে। আজিম নামের আরও একজনকে ব্যাপক মারধর করা হয়েছে। এদের মধ্যে ভাঙ্গা দুই হাত নিয়ে রামেক হাসপাতালের বেডে এখন কাতরাচ্ছেন যুবক রনি। রনি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার নিজামপুর ইউনিয়নের খড়িবাড়ি গ্রামের মৃত কেরামত আলীর ছেলে। চিকিৎসকরা জানান, হামলায় রনির দুইহাত ভেঙ্গে গেছে। পায়ে ও শরীরের বিভিন্ন স্থানেও আঘাতপ্রাপ্ত হয়েছে সে। তার অবস্থা গুরুতর। রামেক হাসতাপালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রনি জানান, একই গ্রামের রবিউল ইসলাম ও তার ভাই ফজলুর রহমানের সঙ্গে তার বিরোধ চলে আসছিল। সম্প্রতি স্থানীয়ভাবে তা মীমাংসাও হয়ে যায়। তবে সর্বশেষ গত মঙ্গলবার সন্ধ্যার পর সে (রনি) আমনুরা থেকে নিজ বাড়িতে ফিরছিল। এ সময় তার ওপর অতর্কিতভাবে হামলা চালায় প্রতিপক্ষ ফজলু, নাজমুল, ইমরুল, জামরুল, টুলু ও সোহেল। ফজলুর নির্দেশে বেধড়ক পিটিয়ে দুই হাত ভেঙ্গে দেয়া হয় রনির। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে আসলে আজিম নামের আরও একজন আহত হয়। রনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, কথিত চাঁদাবাজির অভিযোগ তুলে পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায় প্রতিপক্ষ। পরে জোর করে মুচলেকাও আদায় করে নেয়া হয়। রনির মা নুরুন্নাহার বেগম অভিযোগ করেন, তার ছেলেকে অন্যায়ভাবে পিটিয়ে দুই হাত ভেঙ্গে দেয়া হয়েছে। উল্টো তাকেই চাঁদাবাজির কথিত অভিযোগ তুলে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।
×