ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রাচীন সমাধিক্ষেত্র!

প্রকাশিত: ০৪:১৯, ২৫ জানুয়ারি ২০১৮

প্রাচীন সমাধিক্ষেত্র!

চীনের লিয়াওনিং প্রদেশের এক হাজার বছরের প্রাচীন দুটি সমাধিক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। ধারণা করা হচ্ছে, একটি লিয়াও রাজবংশের (৯১৬-১১২৬) সমাধি। প্রায় পাঁচ শ’ সমাধি পাওয়া গেছে। যার প্রতিটিতে ২০টি করে মৃতদেহ রয়েছে। অপরটি সং রাজবংশের (৯৬০-১২৭৯)। সমাধিক্ষেত্রের লোকজন খিতান নৃতাত্ত্বিক গোষ্ঠীর সম্মানিত ব্যক্তিবর্গ। সমাধিগুলোর ভিতরে তিনটি বিশাল আকারের ইট ও শেষকৃত্যানুষ্ঠানের বিভিন্ন জিনিস পাওয়া গেছে। -এএফপি নয় ঘণ্টায় তৈরি... মাত্র নয় ঘণ্টায় তৈরি একটি সম্পূর্ণ রেলস্টেশন। এটি তেরি করেছেন এক হাজার পাঁচ শ’ কর্মী। সাতটি ট্রেন ও ২৩টি ডিগারের সাহায্যে একজন কর্মকর্তার নেতৃত্বে কাজটি সম্পন্ন হয়। কাজ শুরুর আগে সাতটি দলে ভাগ হয়ে কাজটি সম্পন্ন করেন তারা। ২৪৬ কিলোমিটারের দীর্ঘ রেলপথ ও স্টেশন তৈরি হয়েছে ফুজিয়ান প্রদেশে। এই রেলপথের ওপর দিয়ে দুই শ’ কিলোমিটার গতিতে ট্রেন চলতে পারে। -ইন্ডিপেন্ডেন্ট
×