ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ইসরাইলবিরোধী টুইটের জের

প্রকাশিত: ০৩:৪০, ২৪ জানুয়ারি ২০১৮

ইসরাইলবিরোধী টুইটের জের

টুইটারে ইসরাইলবিরোধী পোস্ট দেয়ায় ব্রিটিশ মডেল আমেনা খানকে বিজ্ঞাপনী প্রচার থেকে বাদ দিয়েছে ফরাসী প্রসাধনী কোম্পানি এল ‘ওরিয়েল। শ্যাম্পুর মূলধারার বিজ্ঞাপনে প্রথমবারের মতো হিজাব ব্যবহারের সিদ্ধান্ত নেয় কোম্পানিটি। এজন্য আমেনা খানকে বেছে নিয়েছিল তারা। কিন্তু ২০১৪ সালে করা ওই পোস্ট সামনে চলে আসায় তাকে বাদ দেয়া হয়েছে। আমেনা অবশ্য নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। -এএফপি বিপন্ন প্রজাতির কচ্ছপ সিঙ্গাপুরে বিপন্ন প্রজাতির হোকসবিল কচ্ছপের শতাধিক বাচ্চা ফুটেছে। এবার সেগুলোকে সমুদ্রে ছেড়ে দেয়া হয়েছে। দেশটিতে পর্যটকদের জন্য আকর্ষণীয় দ্বীপ সেন্টোসায় এ ডিমগুলো পাওয়া গিয়েছিল। পরে সেগুলোর সুরক্ষা দিতে চারপাশে বেড়া নির্মাণ করে দেয়া হয়েছিল। কর্মকর্তারা নিয়মিত পর্যবেক্ষণ করতেন। শুক্রবার তাদের আনুষ্ঠানিকভাবে পরীক্ষা করা হয়েছে। এরপর কচ্ছপের বাচ্চাগুলো দ্রুত পায়ে সমুদ্রে নেমে যায়। -এএফপি
×