ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুব বিশ্বকাপ ক্রিকেট

সুপার লীগ কোয়ার্টারে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

প্রকাশিত: ০৫:৫৩, ২১ জানুয়ারি ২০১৮

সুপার লীগ কোয়ার্টারে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ টানা দুই ম্যাচ বেশ ভালভাবে জিতে অনুর্ধ-১৯ বিশ্বকাপে সুপার লীগ পর্বের কোয়ার্টার ফাইনালে এক পা দিয়েই রেখেছি বাংলাদেশ অনুর্ধ-১৯ দল। কিন্তু সামান্য একটি অনিশ্চয়তার ব্যাপার ছিল। ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে যদি কানাডার যুবারা বড় ব্যবধানে ইংল্যান্ড অনুর্ধ-১৯ দলকে হারিয়ে দিতে পারতো সেক্ষেত্রে তিন দলের পয়েন্ট সমান ৪ হয়ে গেলে নেট রানরেটের সমীকরণে বাদ পড়ার শঙ্কা ছিল। কিন্তু সেই কানাডাকে শনিবার ২৮২ রানের বড় ব্যবধানে বিধ্বস্ত করেছে ইংলিশরা। ফলে গ্রুপ রানার্সআপ হিসেবে সুপার লীগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে বাংলাদেশের। শেষ আটের সেই ম্যাচে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন শক্তিশালী ভারত অনুর্ধ-১৯ দলের বিরুদ্ধে ২৬ জানুয়ারি মুখোমুখি হবে সাইফ হাসানরা। শক্তিমত্তার বিচারে আগেভাগেই বোঝা যাচ্ছিল কানাডা অনুর্ধ-১৯ দলের পক্ষে ইংল্যান্ড অনুর্ধ-১৯ দলকে হারানো অবাস্তব কল্পনা। কিন্তু ক্রিকেটে অনেক কিছুই ঘটতে পারে। তাই ফল না হওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছিল না বাংলাদেশের কাপপর্বের শেষ আট। কারণ সমীকরণটা ছিল কানাডাকে অনেক বড় ব্যবধানে (রানে) অথবা কম ওভারে (উইকেটে) জিততে হবে বাংলাদেশকে টপকানোর জন্য। অস্বাভাবিক সেসব কিছুই ঘটেনি। প্রথম ব্যাট করে লিয়াম ব্যাঙ্কসের ১১৪ বলে ১২ চার, ১ ছক্কায় করা ১২০ এবং উইল জ্যাকসের ৮২ বলে ১১ চারে ১০২ রানের সুবাদে ৭ উইকেটে ৩৮৩ রানের বিশাল সংগ্রহ পায় ইংলিশরা। এছাড়া জ্যাক ডেভিস ৩৬ বলে ৫৭ রান করেন। কানাডার হয়ে ৩টি করে উইকেট নেন ফয়সাল জামখাড়ি ও টিয়ান প্রিটোরিয়াস। জবাব দিতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়া কানাডার যুবারা ৩১.৫ ওভারে মাত্র ১০১ রানেই গুটিয়ে যায়। সর্বোচ্চ ২৪ রান করেন প্রণব শর্মা। বাঁহাতি স্পিনার প্রেম সিসোদিয়া ৩টি উইকেট নেন। ইংলিশরা ৩ ম্যাচের সবগুলো জিতে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কাপ পর্বের কোয়ার্টার ফাইনালে উঠেছে। আর বাংলাদেশ শুধু ইংলিশদের কাছেই হেরেছিল। ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান দখল করেই শেষ আটে উঠল বাংলাদেশের যুবারা।
×