ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চিকিৎসক ল্যরির বিরুদ্ধে স্বর্ণপদকজয়ী নারীদের অভিযোগ

হলিউডের বাইরে অলিম্পিক পল্লীতেও যৌন নির্যাতন

প্রকাশিত: ০৩:৫৪, ২১ জানুয়ারি ২০১৮

হলিউডের বাইরে অলিম্পিক পল্লীতেও যৌন নির্যাতন

যুক্তরাষ্ট্রের ক্রীড়া জগতের একজন ডাক্তার ল্যরি নসরের বিরুদ্ধে যৌন নির্যাতনের আরও কাহিনী একের পর এক জনসমক্ষে উন্মোচিত হচ্ছে। জিমন্যাস্টিকস এর সঙ্গে জড়িত ৫৪ বছর বয়সী এই ডাক্তার অলিম্পিক স্বর্ণপদকজয়ী কিশোরী জিমন্যাস্টদের নানা ধরনের চাপে ফেলে দৈহিক সম্পর্ক গড়তে বাধ্য করেন। খবর বিবিসির। এবার তার বিরুদ্ধে ২০১২ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকের চতুর্থ স্বর্ণপদকবিজয়ী জর্ডিন উয়েবার ধর্ষণের মর্মস্পর্শী বর্ণনা দেন। মিশিগান রাজ্যের ল্যানসিং আদালতে শুক্রবার তার বিরুদ্ধে পরিচালিত যৌন নির্যাতনের কাহিনী বর্ণনা করার সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। জর্ডিন ছাড়াও আদালতে উপস্থিত অনেকের চোখ অশ্রুসজল হয়ে পড়ে। জর্ডিন বলেন, ডাক্তার হিসেবে নসরের টেক্সাস অলিম্পিক ক্রীড়া কমপ্লেক্সে অবাধ প্রবেশাধিকার ছিল। অনেক সময় তিনি তাদের হোস্টেল কক্ষে একাই প্রবেশ করতেন। এই সুযোগে মাত্র ১৪ বছর বয়সে নসর তাকে ধর্ষণ করেন। এরপর নসর তার অন্যান্য সহ ক্রীড়াবিদের ওপর বছরের পর বছর এই জঘন্য অপকর্ম অব্যাহত রাখেন। জর্ডিনের বয়স বর্তমানে ২২ বছর। তিনি ছাড়াও এ্যালি রেইজম্যান, গ্যাবি ডগলাস ও ম্যাককাইলা ম্যারোনিও নসরের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেন। তারা ছাড়া নসরের ল্যাম্পট্যের শিকার আরও একশ’ নারী তার বিরুদ্ধে অভিযোগ দায়েরের প্রস্তুতি সম্পন্ন করেছেন। তবে ডাক্তার নসর কেবল ১০ জনকে যৌন নিগ্রহের কথা স্বীকার করেছেন। নসরের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগের তালিকা আরও দীর্ঘ হতে পারে। কারণ তিনি যেখানেই কর্মরত থাকবেন সেখানেই তার লালসার শিকার যোগাড় করে নিয়েছেন। ইতোমধ্যেই শিশু পর্নোগ্রাফির দায়ে নসরকে ৬০ বছরের কারাদ- দেয়া হয়েছে। দীর্ঘ কর্মজীবনে নসর মিশিগান স্টেট ইউনিভার্সিটির টিম ফিজিশিয়ান হিসেবে দায়িত্ব পালন করেন। ইতোমধ্যেই ৮০ জন নারী তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। এবং আরও একশ’ ভুক্তভোগী এ বিষয়ে আইনী পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। সেজন্য মিশিগান আদালতের বিচারক তাদের অভিযোগ শোনার জন্য আগামী সপ্তাহ পর্যন্ত আদালতের কার্যকাল বর্ধিত করেছেন। ২০১২ সালে অলিম্পিকে জিমন্যাস্টিক্সে স্বর্ণপদকবিজয়ী পাঁচ মার্কিন কিশোরীকে ‘ফিয়ার্স ফাইভ’ (দুর্ধর্ষ পাঁচ) বলে পত্রপত্রিকায় ছবি ছাপা হয়। তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা তাদের হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করেন। গত কয়েকদিন যাবত আদালতে তাদের গোপন জীবন কাহিনী শুনে অনেকেই হতবাক হয়ে যান। এদিন আদালত কক্ষ ছিল কানায় কানায় পূর্ণ জর্ডিন ওয়েবার যখন তার নির্যাতনের কাহিনী বর্ণনা করছিলেন তখন তার কয়েক ফুট দূরেই নসর মাথা নিচু করে বসেছিলেন। এক পর্যায়ে বিচারক তাকে মাথা তুলতে আদেশ করলে তিনি তা মানতে বাধ্য হন। জর্ডিন তার বক্তব্যের সময় ব্যথিত কণ্ঠে বলেন, ‘আগে আমার ধারণা ছিল যে, অলিম্পিক ক্রীড়াজগতে আমাকে অত্যন্ত কঠিন সময় অতিক্রম করতে হবে, কিন্তু পরবর্তীতে ডাক্তার নসরের লালসার শিকার হয়ে মনে হয়েছে এটিই ছিল আমার জীবনের সবচেয়ে কষ্টকর অধ্যায়।’ নসরের বিরুদ্ধে সাক্ষ্য দেয়ার সময় জর্ডিনের পাশে তার সহ ক্রীড়াবিদ এলি রেইজম্যানও কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন নসরকে লক্ষ্য করে রেইজম্যান বলেন, ‘খেলার টেবিল এখন পাল্টে গেছে, এখন তোমার আমাদের কথা শোনার পালা। ল্যরি, এখন তুমি নিশ্চয়ই বুঝতে পারছ যে, যাদেরকে সুদীর্ঘকাল ধরে নির্মমভাবে যৌন নির্যাতন করেছ তারা এখন দলবদ্ধ শক্তি হিসেবে তোমার সামনে এসে দাঁড়িয়েছে, তাদের এই শক্তির সামনে তুমি কিছু না, মুহূর্তেই ভেসে যাবে।’ আইন বিশেষজ্ঞদের ধারণা, এসব অপকর্মের জন্য ডাক্তার ল্যরি নসরকে যাবজ্জীবন কারাদ- দেয়া হতে পারে।
×