ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

-সৈয়দ হুমায়ুন পারভেজ শব্বির, শাহজাদপুর থেকে

মধু সংগ্রহে ব্যস্ত শাহজাদপুরের মৌ-চাষীরা

প্রকাশিত: ০৫:১০, ২০ জানুয়ারি ২০১৮

মধু সংগ্রহে ব্যস্ত শাহজাদপুরের মৌ-চাষীরা

শাহজাদপুরে সরিষা ফুল থেকে ৫০-৬০ টন মধু সংগ্রহের লক্ষ্য নিয়ে ব্যস্ত সময় পার করছেন মৌ-চাষীরা। শাহজাদপুর উপজেলার বিভিন্ন এলাকায় সরিষা চাষ বৃদ্ধির সঙ্গে সঙ্গে মৌ-চাষিরাও ঝুকে পড়ছে মধু সংগ্রহের দিকে। সরিষা থেকে খাঁটি মধু সংগ্রহ অত্যন্ত লাভজনক হওয়ায় এ পেশায় দিন দিন আগ্রহ বাড়ছে প্রশিক্ষণপ্রাপ্ত ও অপ্রশিক্ষিত যুবকদের মধ্যে। এর সাথে যুক্ত হচ্ছে মাঠের সাধারণ চাষিরাও। জানা গেছে, মধু সংগ্রহ করে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় এবং পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আসা পাইকারদের কাছে বিক্রি করছে তারা। এতে একদিকে যেমন দেশের বেকার সমস্যা দূর হচ্ছে অপরদিকে অর্থনৈতিক সচ্ছলতা ফিরে আসছে। নবেম্বর থেকে শুরু করে ফেব্রুয়ারি পর্যন্ত চলে মধু সংগ্রহ। শাহজাদপুর উপজেলার মহাসড়কের দুপাশে মাঠের পর মাঠ দৃষ্টিনন্দন মনোমুগ্ধকর থোকা থোকা হলুদ ফুলের চাদর বিছানো। সেই সরিষা ক্ষেতের আলে এখন শুধুই সারি সারি মৌ বাক্স। উপজেলার পাড়কোলা, বাড়াবিল, টেটিয়ারকান্দা, যুগ্নিদহ, পোতাজিয়া, বেতকান্দিসহ বিভিন্ন গ্রামে প্রায় ৬০টি ভ্রাম্যমান খামার রয়েছে। চলতি মৌসুমে যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে শাহজাদপুর থেকে প্রায় ৫০ থেকে ৬০ টন মধু আহরণের সম্ভাবনা রয়েছে বলে জানালেন, মৌ-চাষিরা। মৌ-চাষি নজরুল ইসলাম জানান, গত ২২ বছর যাবত দেশের বিভিন্ন জেলার গ্রামাঞ্চলে ঘুরে ঘুরে বিভিন্ন মৌসুমি ফসলের ফুল থেকে মধু সংগ্রহ করছেন। এবার তিনি ৬৫টি বাক্স বসিয়েছেন। সরিষা, ধনিয়া, কালোজিরাসহ বিভিন্ন প্রকার রবি শষ্যের ফুল থেকে মধু সংগ্রহ করা হচ্ছে। বছরের প্রায় ৭ মাস বিপুল পরিমাণ মধু সংগ্রহ করা যায়। এবার মধু আহরণ ভাল হবে বলে জানান তিনি। তিনি আরও বলেন, বছরের এই মৌসুমটি সরিষা থেকে খাঁটি মধু সংগ্রহের উপযুক্ত সময়। আর এ মধু সংগ্রহ করে তা বিক্রি করে অনেকের বেকার সমস্যা সমাধান হচ্ছে। তাই অনেককেই বেকারত্ব দূর করতে এই পেশায় নিয়োজিত হচ্ছে।
×