ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রথম বাংলাদেশী হিসেবে রাজ্জাকের ৫০০ উইকেট

প্রকাশিত: ০৬:৫০, ১৮ জানুয়ারি ২০১৮

প্রথম বাংলাদেশী হিসেবে রাজ্জাকের ৫০০ উইকেট

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) চলমান দ্বিতীয় রাউন্ডের তৃতীয়দিনে কাক্সিক্ষত এক মাইলফলক ছুঁয়েছেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। জাতীয় দলের সাবেক এ অপরিহার্য স্পিনার প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের হয়ে বোলিং করে ওয়ালটন মধ্যাঞ্চলের বিরুদ্ধে ১ উইকেট শিকার করেছেন। এর মাধ্যমে দেশের ইতিহাসে প্রথম বোলার হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেট ৫০০ উইকেট দখলের গৌরব অর্জন করেছেন তিনি। তবে দিনশেষে প্রথম ইনিংসে ২ উইকেটে ৩১৩ রান তুলে দারুণ জবাব দিচ্ছে মধ্যাঞ্চল। অপর ম্যাচে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিসিবি উত্তরাঞ্চল দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২৭৩ রান তুলে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিরুদ্ধে এগিয়ে গেছে ২৪৯ রানে। বিসিএলের দ্বিতীয় রাউন্ডের প্রথমদিনই সাক্ষী হয়েছিল একটি অনন্য রেকর্ডের। প্রথম বাংলাদেশী হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে ১০ হাজার রান করার মাইলফলক পেরিয়ে যান তুষার ইমরান। তারই দল দক্ষিণাঞ্চলের রাজ্জাক অপেক্ষায় ছিলেন বোলিংয়ে অনন্য একটি নজির স্থাপনের। তিনিও সেটা করে ফেললেন তৃতীয়দিনে। দুর্দান্ত ব্যাটিং করতে থাকা মধ্যাঞ্চলের দুই ওপেনার সাদমান ইসলাম ও রবিউল ইসলাম রবি ১৭১ রানের জুটি গড়েন। সেই জুটি ভাঙ্গেন মেহেদী হাসান, ফিরিয়ে দেন ১৮২ বলে ১২ চারে ৯০ রান করা রবিউলকে। এরপর দ্বিতীয় উইকেটে ৪৬ রানের জুটি গড়েন সাদমান ও রকিবুল হাসান। ওই সময় কাক্সিক্ষত উইকেটটি পেয়ে যান রাজ্জাক। ৮৯ রান করা সাদমানকে সাজঘরে ফেরান এলবিডব্লিউ’র ফাঁদে ফেলে। এর ফলে ১১২তম প্রথম শ্রেণীর ম্যাচে তিনি ৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলেন রাজ্জাক। ৩৫ বছর বয়সী রাজ্জাকের প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়েছিল ২০০১-০২ মৌসুমে। এরপর ১২টি টেস্টও খেলেছেন জাতীয় দলের হয়ে। তবে ২০১৪ সালের ফেব্রুয়রিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলা টেস্টের পর আর সুযোগ পাননি। তবে নিয়মিতই তিনি ঘরোয়া আসরগুলোতে সেরা বোলার হিসেবে নিজের যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছেন। গত ৫ মৌসুমেই তিনি ২৩৯ উইকেট দখল করে সেটার প্রমাণ দিয়েছেন। তবে রাজ্জাকের এই উইকেট শিকারের পরও মধ্যাঞ্চল বিশাল সংগ্রহ নিয়েই দিন শেষ করেছে। তৃতীয় উইকেটে ৯৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন রকিবুল ও মেহরাব হোসেন জুনিয়র। রকিবুল ১২০ বলে ৯ চার ও ২ ছক্কায় ৮২ রানে এবং মেহরাব ৪২ রানে অপরাজিত থাকেন। ২ উইকেটে ৩১৩ রান নিয়েই শেষ করেছে মধ্যাঞ্চল তৃতীয়দিন। তারা এখনও পিছিয়ে ১৩৫ রানে। নিশ্চিতভাবেই এ ম্যাচটি ড্রয়ের দিকেই এগিয়ে যাচ্ছে। সিলেটে চলমান ম্যাচে উত্তরাঞ্চল ২৪৯ রানের লিড নিয়েছে তৃতীয়দিন শেষে। আগেরদিনের বিনা উইকেটে ৩৬ রান নিয়ে খেলতে নেমে আরও ২৩৭ রান করতে ৮ উইকেট হারিয়েছে তারা। সবমিলিয়ে দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ২৭৩ রান। ফরহাদ হোসেন সর্বোচ্চ ৮৫ রান করেন। শেষদিকে ফরহাদ রেজার অপরাজিত ৩০ রান কিছুটা স্বস্তি এনে দিয়েছে উত্তরাঞ্চলকে। পেসার খালেদ আহমেদ ৮৬ রানে ৪টি এবং আবু জায়েদ রাহী ২টি উইকেট নিয়েছেন।
×