ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

লাইফ সাপোর্টের নামে রোগী জিম্মি করে অর্থ আদায় অপরাধ ॥ নাসিম

প্রকাশিত: ০৫:৫৬, ১৭ জানুয়ারি ২০১৮

লাইফ সাপোর্টের নামে রোগী জিম্মি করে অর্থ আদায় অপরাধ ॥ নাসিম

সংসদ রিপোর্টার ॥ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম রোগীকে জিম্মি করে লাইফ সাপোর্টের নামে অর্থ আদায়কারী বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এটা রীতিমতো ক্রাইম (অপরাধ), ফৌজদারি অপরাধ। এসব অনৈতিক কর্মকা- কোনভাবেই বরদাস্ত করা হবে না। বিষয়টি রোধে শীঘ্রই একটি নতুন আইন প্রণয়ন করা হচ্ছে। আইনটি প্রণয়ন হলে এমন অপরাধের সঙ্গে জড়িত বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে, প্রয়োজনে বন্ধ করে দেয়া হবে। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সোমবার রাতে সংসদ অধিবেশনে জাতীয় পার্টির সংসদ সদস্য বেগম নূর-ই-হাসনা লিলি চৌধুরীর ৭১-বিধিতে আনীত জনগুরুত্বপূর্ণ নোটিসের জবাব দিতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন। নোটিসের জবাব দিতে গিয়ে অনেক নামী-দামী বেসরকারী হাসপাতাল-ক্লিনিকে রোগীকে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগের কথা স্বীকার করে বলেন, বর্তমানে রাজধানীসহ দেশের কিছু হাসপাতালের আইসিইউতে আটকে রেখে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগ পাওয়া গেলে সরকার তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে থাকে। আমাদের দেশে অনেক সরকারী হাসপাতাল রয়েছে। কিন্তু এত জনসংখ্যার দেশে সবাইকে সরকারী হাসপাতালে চিকিৎসা দেয়া সম্ভব নয়। এ জন্য অনেক বেসরকারী হাসপাতাল ও ক্লিনিক রোগীদের সেবা দিয়ে যাচ্ছে। তিনি স্বীকার করে বলেন, আমার কাছে অনেক অভিযোগ আসে যে, অনেক মুমূর্ষু রোগীকে আটকে রেখে অনেক স্বনামধন্য হাসপাতালেও অর্থ আদায়ের চেষ্টা করা হয়। এসব হাসপাতালগুলো ফাইভ স্টারের মতো বাণিজ্যিকভাবে চালানো হচ্ছে। একাধিকবার রোগীকে জিম্মি করে অর্থ আদায় করা হয়। এমনকী রোগী মারা গেছে, অথচ তাকে জীবিত বলে লাইফ সাপোর্টে রেখে অর্থ আদায় করা হয়। এটি রীতিমতো ক্রাইম, ফৌজদারি অপরাধ। অনেক হাসপাতালের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি, অনেকগুলো বন্ধ করে দিয়েছি। তিনি বলেন, বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকগুলোকে নিয়ন্ত্রণে আনতে একটি যুগোপযোগী আইন আনা হচ্ছে।
×