ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ছাত্রী হত্যা মামলা তুলে নেয়ার হুমকিতে দিশেহারা পরিবার

প্রকাশিত: ০৬:৩৫, ১৫ জানুয়ারি ২০১৮

ছাত্রী হত্যা মামলা তুলে নেয়ার হুমকিতে দিশেহারা পরিবার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ প্রেম নিবেদনে ব্যর্থ হয়ে ঢাকার ক্যামব্রিয়ান কলেজের শিক্ষার্থী কক্সবাজারের বাসিন্দা সুদীপ্তা চৌধুরীকে হত্যা করেই ক্ষান্ত হয়নি লম্পট জেকী কুমার সুশীল। তার স্বজনরা নিহত সুদীপ্তার পরিবারকে মামলা তুলে নিতে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে বলে জানা গেছে। শহরের বড় বাজার এলাকার বাসিন্দা সুদীপ্তার মা গোপী চৌধুরী মেয়ে খুন হওয়ার পর থেকে প্রায় উন্মাদ বনে গেছেন। নিহত শিক্ষার্থীর পিতা সনজীব চৌধুরী প্রকাশ ঝুলন চৌধুরী জানান, মেয়ের শোকে তার স্ত্রী ঠিকমতো খাবার খায় না। কাতরাচ্ছে বিছানায়। বখাটে জেকী কুমার সুশীলকে গ্রেফতার করে জেলে পাঠালেও তার সাঙ্গোপাঙ্গরা প্রতিনিয়ত মামলা প্রত্যাহার করে নেয়ার হুমকি দিচ্ছে। এতে অসহায় হয়ে পড়েছে পরিবারটি। ঝুলন চৌধুরী একদিকে শোকার্ত স্ত্রীকে নিয়ে রয়েছেন দারুণ উৎকণ্ঠায়, অপরদিকে আসামি পক্ষের হুমকিতে ঘর থেকে বের হতেও পারছেন না বলে জানা গেছে। সূত্র জানায়, ঢাকার ক্যামব্রিয়ান কলেজের ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুদীপ্তা চৌধুরীকে প্রায় সময় প্রেম নিবেদন ও উত্ত্যক্ত করত মৃত সনজিত কুমার সুশীলের বখাটে পুত্র জেকী কুমার সুশীল। ওই ছাত্রী প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় গত ২৬ ডিসেম্বর তাকে আইবিপি রোড থেকে মোটরসাইকেলে তুলে অপহরণ করে মারমেইড ক্যাফে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করেছে বলে পুলিশের সুরতহাল রিপোর্টে উল্লেখ রয়েছে। এদিকে তাকে ধর্ষণ করার বর্ণনা তার মা-কে বলে দেবে জানানোর পর লম্পট জেকী কুমার সুশীল সুদীপ্তাকে হত্যার পরিকল্পনা নেয়। বাসায় পৌঁছে দেয়ার কথা বলে ফের তার মোটরসাইকেলে তুলে ইচ্ছাকৃতভাবে রাস্তায় ধাক্কা মেরে ফেলে চম্পট দেয়। লোকজন এসে ওই ছাত্রীকে প্রথমে উখিয়া ও পরে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঐদিন বিকেলে মৃত্যুর কোলে ঢলে পড়ে মেধাবী ছাত্রী সুদীপ্তা চৌধুরী।
×