ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চুরি যাওয়া ২৪ ভরি স্বর্ণালঙ্কারসহ গৃহকর্মী গ্রেফতার

প্রকাশিত: ০৪:১৭, ১৪ জানুয়ারি ২০১৮

চুরি যাওয়া ২৪ ভরি স্বর্ণালঙ্কারসহ গৃহকর্মী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নগরীর উপশহর এলাকার একটি বাসা থেকে চুরি যাওয়া ২৪ ভরি স্বর্ণালঙ্কারসহ ওই বাড়ির গৃহকর্মীকে গ্রেফতার করেছে নগরীর বোয়ালিয়া থানা পুলিশ। শনিবার সকালে নওগাঁ জেলার মহাদেবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই গৃহকর্মীর নাম ববিতা (৩০)। সে মহাদেবপুর উপজেলার সূর্য নারায়ণপুর এলাকার মৃত লোকমানের মেয়ে। তার স্বামীর নাম ফারুক। পুলিশ জানায়, নগরীর উপশহর নিউমাকের্ট এলাকার ব্যবসায়ী শমিউল আলম মানিকের বাড়িতে কাজ করত বাবিতা। গত বৃহস্পতিবার দুপুরে মানিকের স্ত্রী তার সন্তানকে স্থানীয় স্কুলে আনতে যান। এ সময় বাড়িতে কেউ ছিল না। সেই সুযোগে গৃহকর্মী ববিতা আলমারি খুলে অনুমানিক ৫০ ভরি স্বর্ণালঙ্কারসহ কিছু জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। পুলিশ জানায়, মানিকের স্ত্রী বাসায় এসে সবকিছু এলোমেলো অবস্থায় দেখে তার স্বামী মনিককে জানায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও গৃহকর্মীকে পাওয়া যায়নি। অবশেষে শনিবার সকালে তাকে গ্রেফতার করা হয়। সাভারে ডাকাতি ॥ ১৫ লাখ টাকার মাল লুট নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৩ জানুয়ারি ॥ সাভারে একটি ট্রান্সফরমার মেরামতের কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এ সময় ওই কারখানায় সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা-মুখ বেঁধে অনুমান ১৫ লাখ টাকার মাল লুট করে নিয়ে যায়। শুক্রবার রাতে সাভার মডেল থানাধীন আমিন বাজারের সালেহপুর এলাকায় ‘ইউনাইটেড জেনারেল ইলেকট্রিক কোম্পানি লিমিটেড’ নামক কারখানায় এ ঘটনা ঘটে। কারখানার ম্যানেজার রোকনুজ্জামান জানান, শুক্রবার রাতে ওই কারখানার ভিতরে ২০/২৫ সদস্যের একদল ডাকাত প্রবেশ করে কারখানার নয়জন ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা-মুখ বেঁধে সকলকে একটি কক্ষের মধ্যে আটকিয়ে রেখে মারধর করে। এরপর ডাকাতরা কারখানার ট্রান্সফারমার মেরামতের যন্ত্রাংশসহ অনুমান ১৫ লাখ টাকার মাল লুট করে ট্রাকে ভরে রাত অনুমান দুইটার দিকে চলে যায়। ডাকাতরা এ সময় ওই কারখানার নয় জনের বেতনের এক লাখ ৮০ হাজার টাকাও লুট করে। সকালে কারখানার পরিচারিকা এসে সকলকে হাত-পা-মুখ বাঁধাবস্থায় উদ্ধার করে। সেন্টমার্টিনে সোয়া চার লাখ ইয়াবা উদ্ধার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফের সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসারে একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে ২১ কোটি টাকা মূল্যের ৪ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত নৌকাটিও জব্ধ করা হয়েছে। শনিবার দুপুরে সেন্টমার্টিন সাগরে কোস্টগার্ড সদস্যরা এ অভিযান চালায়। টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. জাফর ইমাম সজীব জানান, শনিবার মধ্যরাতে মিয়ানমার থেকে ইয়াবার চালান আসার গোপন সংবাদ পেয়ে সঙ্গীয় কোস্টগার্ড টহল দলের সদস্যদের নিয়ে সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসারে অবস্থান নেয়। কোস্টগার্ড টহল দল একটি ইঞ্জিন নৌকা দেখতে পেয়ে থামানোর জন্য সঙ্কেত দিলে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায় চোরাচালানিরা। তখন তাদের ধাওয়া করলে ইঞ্জিন নৌকাটি সেন্টমার্টিন সাগরে ফেলে পালিয়ে যায় তারা। ওসময় কোস্টগার্ড ইঞ্জিন নৌকাটি জব্দ করে তল্লাশি চালায়।
×