ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গাইবান্ধা সাঁওতাল পল্লীতে হামলার ঘটনায় শ্রমিক সর্দার গ্রেফতার

প্রকাশিত: ০৮:২৪, ১০ জানুয়ারি ২০১৮

গাইবান্ধা সাঁওতাল পল্লীতে হামলার ঘটনায় শ্রমিক সর্দার গ্রেফতার

বিডিনিউজ ॥ গাইবান্ধায় সাঁওতাল পল্লীতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার মামলায় চিনিকলের শ্রমিক সর্দার রুহুল আমিনকে গ্রেফতার করেছে পিবিআই। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিে গোবিন্দগঞ্জের মাদারপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানায় পিবিআই গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার আকতার হোসেন মিয়া। রুহুল আমিন মহিমাগঞ্জ চিনিকলের শ্রমিক সর্দার। গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের জয়পুরপাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে তিনি । অতিরিক্ত পুলিশ সুপার বলেন, সাঁওতাল পল্লীতে হামলায় ও অগ্নিসংযোগের ঘটনার থমাস হেমরনের করা মামলার আসামি রুহুল আমিন। প্রাথমিক তদন্তে ওই ঘটনায় রুহুলের জড়িত থাকার প্রমাণ মিলেছে। ঘটনার পরে সে নিজে এবং লেবারদের দিয়ে বিভিন্নভাবে সাঁওতালদের ওপর অত্যাচার-নির্যাতন করে চলেছেন। এসব ঘটনায় রুহুলের বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি সাধারণ ডায়েরি করেছেন সাঁওতালরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বুধবার তাকে গোবিন্দগঞ্জ আদালতে তোলা হবে।
×