ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু মেডিক্যালের চিকিৎসকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

প্রকাশিত: ০৫:৪৩, ১০ জানুয়ারি ২০১৮

বঙ্গবন্ধু মেডিক্যালের চিকিৎসকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কর্মরত চর্ম ও যৌন বিষয়ের এক চিকিৎসকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে শাহবাগ থানায় মামলা করেছেন এক তরুণী। মঙ্গলবার শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রিপন কুমার বিশ্বাস মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। শাহবাগ থানার মামলা নম্বর-২১ (৮ জানুয়ারি, ২০১৮)। ওই তরুণী মঙ্গলবার ঢাকার সিএমএম আদালতে জবানবন্দি দিয়েছেন। এরপর তরুণীকে তার বাবা-মায়ের জিম্মায় দেয়া হয়েছে। শাহবাগ থানার পুলিশ জানায়, ধর্ষিতা তরুণীর বাড়ি ভোলায়। সেখানে অভিযুক্ত চিকিৎসকের ব্যক্তিগত চেম্বার রয়েছে। চিকিৎসার জন্য ওই তরুণী তার চেম্বারে গেলে বিভিন্ন সময়ে উল্লিখিত চিকিৎসক তাকে ধর্ষণ করেন। এরপর সেখান থেকে ঢাকায় আসার পরও তাকে আবারও ধর্ষণ করেন। পুলিশ জানায়, গত সপ্তাহে ওই তরুণী নিজের চিকিৎসা করাতে ঢাকায় আসেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যান। সেখানকার চার তলায় নিজের চেম্বারে নিয়ে ওই তরুণীকে আবারও ধর্ষণ করেন অভিযুক্ত চিকিৎসক। এরপর তরুণীকে গত ৪ জানুয়ারি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। গত ৮ জানুয়ারি তার চিকিৎসা শেষ হওয়ার পর তিনি বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করেন। শাহবাগ থানার এসআই রিপন জানান, অভিযুক্ত চিকিৎসক বর্তমানে পলাতক। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। এ বিষয়ে পলাতক চিকিৎসকের কোন বক্তব্য পাওয়া যায়নি। এদিকে প্রথমবার ভোলায় ধর্ষণের পর দ্বিতীয়বার কেন তিনি ঢাকায় এসে উক্ত ডাক্তারের চেম্বারে গেলেন আর কেনইবা তিনি ধর্ষণের শিকার হলেন সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। পুলিশ এ বিষয়ে তদন্তের আগে কিছুই জানাতে রাজি নয়।
×