ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতে সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক নয় ॥ সুপ্রীমকোর্ট

প্রকাশিত: ০৩:৫৮, ১০ জানুয়ারি ২০১৮

ভারতে সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক নয় ॥ সুপ্রীমকোর্ট

আগের দেয়া সিদ্ধান্তে পরিবর্তন এনে সিনেমা হলে চলচ্চিত্র প্রদর্শনের আগে জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক নয় বলে জানিয়েছে ভারতের সুপ্রীমকোর্ট। প্রেক্ষাগৃহগুলোতে জাতীয় সঙ্গীত বাজানো হবে কিনা এ বিষয়ে সরকারই চূড়ান্ত সিদ্ধান্ত দেবে জানিয়ে সর্বোচ্চ এ আদালত বলেছে, কোন হল যদি জাতীয় সঙ্গীত বাজাতেই চায়, সেক্ষেত্রে অবশ্যই দর্শকদের দাঁড়াতে হবে; কেবল প্রতিবন্ধীরাই এক্ষেত্রে ছাড় পাবে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা এক আবেদনের সূত্র ধরে মঙ্গলবার সুপ্রীমকোর্ট সিনেমা হলে জাতীয় সঙ্গীতের ব্যবহার বিষয়ে এ রায় দেয় বলে খবর এনডিটিভির। এর আগে ২০১৬ সালের নবেম্বরে আদালত প্রেক্ষাগৃহে জাতীয় সঙ্গীত বাজানো এবং সে সময় সম্মান দেখাতে সবার দাঁড়ানো বাধ্যতামূলক বলে রায় দিয়েছিল। আপীল হলে গত বছরের অক্টোবরে রায়ে পরিবর্তন আনা হয়। মানসিক ফিটনেস দেখার বিষয়টি নেই ॥ হোয়াইট হাউস ট্রাম্পের স্বাস্থ্য পরীক্ষা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় মানসিক ফিটনেস যাচাইয়ের বিষয়টি রাখা হয়নি। খবর এএফপির। নিয়মিত ব্রিফিংকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সোমবার হোয়াইট হাউস মুখপাত্র হোগান গিডলে এ কথা জানান। সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্পের মানসিক ফিটনেস পরীক্ষা বিষয়ে প্রশ্নের জবাবে মুখপাত্র শুধুমাত্র ‘না’ বলেন। এয়ারর্ফোস ওয়ানে ব্রিফিংকালে গিডলে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আগের মতোই সুস্থ আছেন। ওয়াশিংটনের ওয়াল্টার রিড মিলিটারি হাসপাতালে আগামী শুক্রবার ৭১ বছর বয়সী প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
×