ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কা দলে নির্বাচকের ভূমিকায়ও হাতুরা

প্রকাশিত: ০৬:৫৩, ৯ জানুয়ারি ২০১৮

শ্রীলঙ্কা দলে নির্বাচকের ভূমিকায়ও হাতুরা

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশে কোচ হিসেবে হাতুরা সিংহের সাফল্য নিয়ে যতটা না তারচেয়ে বেশি আলোচনা হয়েছে শেষদিকে তার নির্বাচক প্যানেলে তার জয়গা করে নেয়ায়। দিনের পর দিন ব্যর্থ সৌম্য সরকার, শুভাগত হোমকে জায়গা করে দেয়া, নাসির হোসেনকে বসিয়ে রাখা ইত্যাদি। নিজ দেশ শ্রীলঙ্কার দায়িত্ব নেয়ার পরও দাবি জানিয়েছিলেন নির্বাচক কমিটিতে থাকার। কিন্তু বাধা ছিল দেশটির ক্রীড়া আইন। শেষ পর্যন্ত নতুন পথ বের করে নতুন কোচের দাবি মেনে নিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। বাংলাদেশ সফরে জিম্বাবুইয়েকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় ওয়ানডে এবং টাইগারদের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজে শ্রীলঙ্কার নির্বাচক কমিটিতে থাকছেন তাদের নতুন কোচ। যেটি মূলত একাদশ বাছাই নামে পরিচিতি পাবে। হাথুরার দাবি মেনে নির্বাচক কমিটিতে তাকে রাখতে দল নির্বাচন পদ্ধতির খোলনলচে পাল্টে ফেলেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গড়া হয়েছিল ৬ সদস্যের বিশাল নির্বাচক কমিটি ও নির্বাচক প্যানেল। কিন্তু দল নির্বাচনে এক হাথুরাই ছিলেন প্রায় সর্বেসর্বা। শ্রীলঙ্কার কোচ হওয়ার পরও একই দাবি করেন হাথুরা। কিন্তু দেশটির ক্রীড়া আইনে কোচের নির্বাচক কমিটিতে থাকার নিয়ম নেই। হাথুরার দাবি মেনে ক্রীড়া আইন সংশোধনের কথাও ভাবছিল দেশটি। শেষ পর্যন্ত আইন না বদলেই একটি উপায় বের করা হয়েছে। শ্রীলঙ্কার মূল স্কোয়াড নির্বাচন করবে প্রাহাম লেব্রয়ের নেতৃত্বাধীন নিবাচক কমিটি। তবে সফরে একাদশ নির্বাচনের জন্য থাকবে সফরকালীন নির্বাচক কমিটি। সেখানে থাকছেন হাথুরা। কোচের সঙ্গে সফরকালীন নির্বাচক কমিটিতে থাকছেন ম্যানেজার অশোকা গুরুসিনহা ও দলীয় অধিনায়ক। যদিও নেতৃত্বের বিষয়টি চূড়ান্ত হয়নি। এসএলসির ইজিএমে অনুমোদন পেয়েছে দল নির্বাচনের এই নতুন পদ্ধতি। এসএলসি প্রেসিডেন্ট থিলাঙ্গা সুমাথিপালা বলেন, ‘আমাদের সঙ্গে হাথুরার দীর্ঘ আলোচনা হয়েছে। আমরা বুঝতে পেরেছি, যদি দলের কাছ থেকে খুব ভালমানের পারফর্মেন্স আশাকরি তাহলে কোচকে শতভাগ সমর্থন দিতে হবে।’ হাথুরার দাবি মেনে এর মধ্যেই মনোবিদ হিসেবে ফিল জোন্সকে নিয়োগ দিয়েছে এসএলসি। হাথুরার সময়ে বাংলাদেশেও কয়েক দফায় কাজ করেছেন অস্ট্রেলিয়ান এই মনোবিদ। নতুন কোচের দাবির প্রেক্ষিতে পরিবর্তন আসছে শ্রীলঙ্কার ওয়ানডে নেতৃত্বেও। মাত্র কিছুদিন আগেই উপুল থারাঙ্গাকে সরিয়ে দায়িত্ব দেয়া হয়েছিল থিসারা পেরেরাকে। কিন্তু অধিনায়ক হিসেবে এই অলরাউন্ডারকে পছন্দ নয় হাথুরার। মাস ছয়েক আগে পদত্যাগ করা এ্যাঞ্জেলো ম্যাথুস কিংবা ওয়ানডে দলে অনিয়মিত দিনেশ চান্দিমাল পেতে পারেন নেতৃত্ব। বাংলাদেশের হাড়ির খবর সবই জানেন হাতুরা। টাইগারদের জন্য এটা হতে পারে বাড়তি চ্যালেঞ্জ।
×