ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

লীগ কাপের চতুর্থ পর্বে ম্যানচেস্টার সিটি

প্রকাশিত: ০৬:২৭, ৮ জানুয়ারি ২০১৮

লীগ কাপের চতুর্থ পর্বে ম্যানচেস্টার সিটি

স্পোর্টস রিপোর্টার ॥ পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। দুর্দান্ত জয়ে ইংলিশ লীগ কাপের চতুর্থ রাউন্ডে জায়গা করে নিয়েছে তারা। শনিবার ইংল্যান্ডের দ্বিতীয় সেরা এই টুর্নামেন্টের তৃতীয় পর্বে পেপ গার্ডিওলার দল ৪-১ গোলে উড়িয়ে দেয় বার্নলিকে। সিটিজেনদের হয়ে জোড়া গোল করেছেন সার্জিও এ্যাগুয়েরো। এছাড়া বাকি দুই গোল করেছেন লেরয় সানে ও বার্নার্দো সিলভা। নিজেদের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে এদিন বার্নলিকে স্বাগত জানায় ম্যানচেস্টার সিটি। তবে শুরুতেই এদিন স্বাগতিক সমর্থকদের হতাশ করে সফরকারী বার্নলি। ম্যাচের ২৫ মিনিটে এ্যাশলে বার্নসের গোলে এগিয়ে যায় তারা। এর ফলে ১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় সফরকারীরা। তবে দ্বিতীয়ার্ধেই ম্যাচে ফেরে পেপ গার্ডিওলার দল। ৫৬ মিনিটে ডি বক্সের ভেতর থেকে ডান পায়ের শটে দলকে সমতায় ফেরান সার্জিও এ্যাগুয়েরো। তার দুই মিনিট পর ইকেই গুন্ডোগানের বাড়ানো বল দারুণ কৌশলগত দক্ষতায় প্রতিপক্ষের জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন সিটিজেনদের এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। ৭১ মিনিটে সানে আর ৮২ মিনিটে জার্মানির এই মিডফিল্ডারের তৈরি করে দেয়া সুযোগ সিলভা কাজে লাগালে জয় নিশ্চিত হয়ে যায় ম্যানসিটির। ইংলিশ ফুটবলের অন্যতম সফল দল ম্যানচেস্টার সিটি। পেপ গার্ডিওলার অধীনে এই মৌসুমে যেন আরও দুর্বার হয়ে উঠে তারা। শুধু তাই নয়, বিশ্বের যে কোন ফুটবল ক্লাবের চেয়ে আর্থিকভাবেও বেশি শক্তিশালী দল ম্যানসিটি! হ্যাঁ, নতুন এক সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। ‘দ্য সকারেক্স ফুটবল ফিন্যান্স ১০০’ কর্তৃক পরিচালিত এ সমীক্ষা বলছে, শীর্ষ ১০ শক্তিশালী ক্লাবের ইংল্যান্ডেরই বেশি। সকারেক্স ফুটবল ফিন্যান্সের নতুন সমীক্ষার ফল বুধবার প্রকাশ করা হয়। এ সমীক্ষায় পাঁচটি চলক ব্যবহার করা হয়েছে- খেলোয়াড়, স্থায়ী সম্পদ, নগদ অর্থ, সম্ভাবনাময় বিনিয়োগ ও নিট ঋণ। চলতি মৌসুমে প্রিমিয়ার লীগে এখন পর্যন্ত মাত্র চার পয়েন্ট হারানো ম্যানসিটি আর্থিকভাবে শক্তিশালী বিশ্বের শীর্ষ ক্লাবগুলোর তালিকায় সবার উপরে স্থান পেয়েছে। এই তালিকার শীর্ষ দশে রয়েছে প্রিমিয়ার লীগের ক্লাব আর্সেনাল, টটেনহ্যাম হটস্পার, ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। সমীক্ষা বলছে, বিশ্বের ক্লাবগুলোর মধ্যে স্থায়ী সম্পদ সবচেয়ে বেশি (৭৬ কোটি ৬০ লাখ পাউন্ড) আর্সেনালের। গানাররা হাইবুরি থেকে এ্যামিরেটস স্টেডিয়ামে স্থানান্তরের পরই আর্থিকভাবে সমৃদ্ধি লাভ করেছে। ব্যাংকে গচ্ছিত অর্থ সবচেয়ে বেশি ম্যানচেস্টার ইউনাইটেডের। ‘রেড ডেভিল’দের ৩০ কোটি ৭০ লাখ পাউন্ডের তুলনায় ৩০ কোটি পাউন্ড নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আর্সেনাল। বিশ্বের অন্য যেকোন দলের তুলনায় উত্তর লন্ডনের ক্লাব আর্সেনালেরই ঋণ সবচেয়ে কম (৮০ লাখ পাউন্ড)। গানারদের ৮০ লাখের তুলনায় তাদের লীগ প্রতিদ্বন্দ্বী চেলসির ঋণ কত জানেন? ৮০ কোটি পাউন্ড! সকারেক্সের বার্ষিক প্রতিবেদনে বলা হয়, ‘তাৎপর্যপূর্ণভাবেই বিদেশী বিনিয়োগ ম্যানচেস্টার সিটির আর্থিক মর্যাদা পাল্টে দিয়েছে। তারাই তালিকার শীর্ষে রয়েছে।
×